ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে কি খেলতে পারবেন পন্ত

ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তছবি: বিসিসিআই

আইপিএল খেলতে পারছেন না, এরই মধ্যে তা নিশ্চিত হয়ে গেছে। এবার শঙ্কা জেগেছে ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও। কারণ, কবে নাগাদ যে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত মাঠে ফিরতে পারবেন, তা এখনো বলতে পারছেন না চিকিৎসকেরা। তবে আগামী ছয় মাসে যে মাঠে ফিরতে পারছেন না, তা অবশ্য নিশ্চিত করছেন তাঁরা।

দিল্লি-দেরাদুন মহাসড়কে গত ডিসেম্বরে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হন পন্ত। তাতে হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিঁড়ে গেছে এই উইকেটরক্ষকের। কয়েক দিন আগেই পন্তের হাঁটুর দুটি লিগামেন্টে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে তৃতীয় লিগামেন্টে অস্ত্রোপচার এখনই করা যাচ্ছে না। চিকিৎসকেরা ধারণা করছেন, ৬ সপ্তাহ পর তৃতীয় লিগামেন্টটিতে অস্ত্রোপচার করাতে হবে।

পন্ত চোটে পড়ার পর থেকেই তাঁর পাশে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। উন্নত চিকিৎসার জন্য পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বাইয়ের আম্বানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেছে বিসিসিআই। তাদের চাওয়া জুনে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই পন্ত মাঠে ফিরুক। তবে সেই সম্ভাবনা এখন নেই বললেই চলে। জুনে যদি পন্ত মাঠে ফিরতে পারত, সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা তৈরি হতো।

এমনিতেই ভারতীয় মিডল অর্ডারে তীব্র প্রতিযোগিতা। পন্ত পুরো ফিট থাকলেও ভারতীয় মিডল অর্ডারে তাঁর জায়গা নিশ্চিত ছিল না। উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভূমিকাটা ওয়ানডে দলে অনেকটাই নিজের করে নিয়েছেন লোকেশ রাহুল। এই পজিশনে ভারতীয় এই উইকেটরক্ষকের ব্যাটিং গড় ৫৪.২৫। স্ট্রাইকরেটও ১০০–এর বেশি।

আলোচনায় আছেন দ্রুততম ডাবল সেঞ্চুরিয়ান ঈশান কিষান, দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবও। তাই বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে মাঠে ফিরলেই ভারতীয় দলে পন্তের সুযোগ পাওয়াটা মুশকিল। পন্ত যদিও ভালো ছন্দেই ছিলেন। সর্বশেষ তিন ইনিংসের একটিতে সেঞ্চুরিও আছে এই ব্যাটসম্যানের, তা–ও ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে।

ঘরের মাঠেই অস্ট্রেলিয়া সিরিজে খেলার কথা ছিল পন্তের। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে কে এস ভরত আর ঈশান কিষানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে ডাক পেয়েছেন এই দুজন।