অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

১৮ মার্চ সিলেটে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজছবি: শামসুল হক

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেটে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৭ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

এরপর ৪ এপ্রিল ঢাকায় একমাত্র টেস্ট দিয়ে শেষ হবে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর। এই সিরিজের সবগুলো ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণা হয়েছে আজ
ছবি: সংগৃহীত

আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার পর বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ এ কথা জানান। প্রাথমিকভাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে কবে থেকে পাওয়া যাবে, সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।

তবে জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল গ্যালারিতে বসে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন