এক সপ্তাহেই বুঝলেন রাজনীতি কঠিন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পানেসার

ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার মন্টি পানেসারএক্স

মাত্র এক সপ্তাহেই থেমে গেল মন্টি পানেসারের রাজনীতি–অভিযান। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার গত সপ্তাহে জর্জ গ্যালাওয়ের ওয়ার্কার্স পার্টি থেকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সাত দিন পার হতেই তিনি সরে দাঁড়িয়েছেন।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে পানেসার লিখেছেন, রাজনীতি জানতে ও শিখতে তাঁর আরও সময় লাগবে। তিনি বুঝতে পারছেন ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ রাজনৈতিক ঠিকানা খুঁজে পেতে সময় দরকার।

৪২ বছর বয়সী পানেসার ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্টসহ তিন সংস্করণে মোট ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, যার সর্বশেষটি ছিল ২০১৩ সালে। ভারতীয় বংশোদ্ভূত মা–বাবার সন্তান পানেসারের জন্ম লুটনে। গত সপ্তাহে গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। অঞ্চলটিতে উল্লেখযোগ্যসংখ্যক এশিয়ান অধিবাসী আছেন।

লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ইলিং সাউথহলে প্রার্থী হওয়ার বিষয়ে দ্য টেলিগ্রাফে একটি কলাম লিখেছিলেন পানেসার। সেখানে তিনি ‘দেশের শ্রমিক শ্রেণির কণ্ঠস্বর’ হতে চান জানিয়ে ‘একদিন প্রধানমন্ত্রী হওয়া’র ইচ্ছাও প্রকাশ করেন। এরপর যুক্তরাজ্যের আইনসভার বাইরে জর্জ গ্যালাওয়ে তাঁর দলের প্রার্থী হিসেবে অন্যদের সঙ্গে পানেসারকে উপস্থাপন করেন।

আরও পড়ুন

তবে রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম এক সপ্তাহে বেশ কিছু গণমাধ্যম সাক্ষাৎকারে চ্যালেঞ্জের মুখে পড়েন পানেসার। যার অন্যতম ছিল টাইমস রেডিওতে যুক্তরাজ্যের ন্যাটোর সদস্যপদ নিয়ে নিজের অবস্থান নিয়ে বিতর্ক। আজ এক্সে লেখা বিবৃতিতে পানেসার লিখেছেন, ‘আমি একজন গর্বিত ব্রিটিশ যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে সম্মানিত হয়েছে। আমি এখন অন্যদের সাহায্য করতে চাই। তবে আমি এখনো যাত্রার শুরুর দিকে আছি, রাজনীতি কীভাবে মানুষকে সহায়তা করে, সেটা এখনো শিখছি। যে কারণে আমি ওয়ার্কার্স পার্টির হয়ে সাধারণ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

প্রস্তুতি নিয়ে রাজনীতির মাঠে নামার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি বুঝেছি (রাজনীতি সম্পর্কে) শুনতে ও শিখতে এবং ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ রাজনীতির ঠিকানা খুঁজে পেতে আমার আরও সময় দরকার।’

পানেসারের পুরো নাম মুধসুদেন সিং পানেসার। ২০০৬ সালে শিখধর্মের চর্চা করা প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সেন্ট মেরি’স ইউনিভার্সিটি থেকে ক্রীড়া সাংবাদিকতায় কোর্স করেন।

আরও পড়ুন