তামিমের কাছেই হেরে গেল রাজশাহী

ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করেছেন তিনিশামসুল হক

ফরচুন বরিশালের জয়ের জন্য তখনো ৩০ রানের মতো প্রয়োজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তখনই ভাঙা হাঁট হতে লাগল। বাড়ি ফিরতে শুরু করলেন স্থানীয় দর্শক। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের খেলা দেখতে গ্যালারি ভরিয়ে তোলা এই দর্শক সিলেট ২০৫ রান করে হেরে যাওয়ার পরও রণে ভঙ্গ দেয়নি। বসেছিলেন পরের ম্যাচে ভালো কিছু দেখার আশায়।

বরিশালের সামনে দুর্বার রাজশাহী সাদামাটা লক্ষ্য দেওয়ার পর সে সম্ভাবনাও আর থাকেনি। তবু সিলেটের দর্শক ছিল দ্বিতীয় ম্যাচেরও অনেকখানি পর্যন্ত। অবশ্য হাসান মুরাদের বলে অধিনায়ক তামিম ইকবালের লং অন দিয়ে ছক্কা মেরে ম্যাচ জেতানোর সময় গ্যালারির অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

তার আগে পর্যন্ত দর্শক-বিনোদন বলতে তিন ছক্কা ও ১১ বাউন্ডারিতে তামিমের ৪৮ বলে ৮৬ রানের ইনিংসটাই। আগ্রাসী ব্যাটিং যেন আগের সেই তামিমকেই ফিরিয়ে এনেছিল সিলেটে! রাজশাহীর দেওয়া অল্প লক্ষ্য তাড়া করে জিততে এমন একটা ইনিংসই যথেষ্ট আসলে। ৯৩ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের (২৪ বলে ৩৪ রান) সঙ্গে তামিমের অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে ১৫ বল আগেই ম্যাচ শেষ। বরিশালের জয় ৭ উইকেটে। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।

ম্যাচ শেষে মুশফিক ও তামিমের উদ্‌যাপন
প্রথম আলো

এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুরের ম্যাচটা তামিমের বরিশাল ১১ বল বাকি থাকতে জিতে গেলেও সেদিন তাদের সামনে ১৯৮ রানের লক্ষ্য দিতে পেরেছিল এনামুল হক বিজয়ের রাজশাহী। আজ ফিরতি ম্যাচে সেটাও পারেনি তারা।

দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রান টপকে রংপুর রাইডার্স জিতেছে ৮ উইকেটে। একে তো ব্যাটিং উইকেট, তার ওপর উইকেটের দুই প্রান্ত বরাবর বাউন্ডারিও কিছুটা কমিয়ে আনা হয়েছে। বড় রান তাড়া করা তাতে আরও সহজ হয়ে যায় রংপুরের জন্য। এমন মাঠে বরিশালের মতো দলের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগাতে বড় কিছু করতে হতো রাজশাহীকেও। কিন্তু হাতে ৬ উইকেট রেখেও তারা করতে পেরেছে ১৬৮ রান।

আরও পড়ুন
ম্যাচসেরা তামিম ইকবাল
প্রথম আলো

টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটেই এত অল্প পুঁজি নিয়ে বোলারদের পক্ষে ম্যাচ জেতানো কঠিন। সিলেটের উইকেটে তো তা প্রায় অসম্ভবই। রাজশাহীর বোলাররাও পারেননি এমন কিছু করতে যাতে এই অসম্ভব সম্ভব হতো।

প্রথম ম্যাচের জয়টি ছাড়া এবার এখন পর্যন্ত আর কোনো অর্জন নেই রাজশাহীর। না জয়, না জয়ের সম্ভাবনা জাগানোর মতো কিছু। তাদের আজকের ইনিংসেও কোনো চৌম্বক অংশ খুঁজে পাওয়া যাবে না। অধিনায়ক এনামুলের ৩৫ বলে ৩৯, জিশান আলমের ২৭ বলে ৩৮ ও ইয়াসির আলীর ২৩ বলে ৩৭ রানের ইনিংস আর যাই হোক দলকে বড় স্কোর এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

আরও পড়ুন