আইপিএলের শুরু পিছিয়ে গেল এক দিন

আইপিএল ট্রফিবিসিসিআই

শুরুতে তারিখটা ছিল ১৪ মার্চ। এরপর এক সপ্তাহ পিছিয়ে নিয়ে যাওয়া হয় ২১ মার্চে। তবে সেই তারিখও বদলাল আরেক দফা। নতুন সূচিতে এখন আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২২ মার্চ শনিবার থেকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। উদ্বোধনী ম্যাচের তারিখ বদলে গেলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকার কথাই জানিয়েছে ক্রিকবাজ। অর্থাৎ আগের সূচি অনুযায়ী ২৫ মে রোববার মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরের আসরের প্রথম ম্যাচ আয়োজন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মের পরিবর্তন হচ্ছে না এবারও। গতবারের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনেই হবে এবারের আসরের প্রথম ম্যাচ। এরপর ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার মতো গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠে খেলে আইপিএল শুরু করবে। ২৩ মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল–সংশ্লিষ্ট সবার সঙ্গে (পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইত্যাদি) আলোচনা শেষে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
বিসিসিআই

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে মোট ১৮২ খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি। ধরে রেখেছে ৪৬ খেলোয়াড়। তবে এই এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকলেও বিক্রি হননি কেউই।