জাতীয় দলের অধিনায়কত্বকে ‘অতীত’ বললেন লিটন

লিটনের অধিনায়কত্বে বিপিএলে ভালো করছে কুমিল্লা ভিক্টোরিয়ানসশামসুল হক

জাতীয় দলকে তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডেতে তিনি বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়কত্বও করছেন। কিন্তু লিটনকে দীর্ঘ মেয়াদে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি। গতকাল বিসিবির বোর্ড সভায় নাজমুল হোসেনকে এক বছরের জন্য তিন সংস্করণের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়।

ওটা (অধিনায়কত্ব) এখন অতীত হয়ে গেছে। এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।
লিটন দাস, অধিনায়ক, কুমিল্লা ভিক্টোরিয়ানস

বোর্ডের এই ঘোষণার পর নাজমুলকে কি অভিনন্দন জানিয়েছেন লিটন? আজ কুমিল্লা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপিএল ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হয় লিটনকে। লিটনের উত্তরটা ছিল এমন, ‘নাহ্‌, কোনো কথা হয়নি।’

নাজমুলকে অধিনায়ক হিসেবে তৈরি করার আগে বিসিবির পছন্দ ছিলেন লিটনই। কিন্তু এখন অধিনায়কত্বের আলোচনায় লিটনের নাম শোনা যায় না বললেই চলে। এ কারণটা লিটনের কাছে জানতে চাইলে তিনি বল ঠেলে দিয়েছেন বোর্ডের দিকে, ‘এটা আমি জানি না। এটা ভালো হয় আপনি যদি বোর্ডের কাউকে প্রশ্ন করেন।’

নাজমুল অধিনায়কত্ব পাওয়ার পর এখনো তাঁর সঙ্গে কথা হয়নি লিটনের
ফাইল ছবি

অধিনায়কত্ব নিয়ে অন্য এক প্রশ্নে লিটনের উত্তর ছিল এমন, ‘এটা আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। ওটা (অধিনায়কত্ব) এখন অতীত হয়ে গেছে। এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’

বিপিএলে লিটনের দল কুমিল্লা ভালোই করছে। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। লিটন নিজেও রানে ফিরেছেন। বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে তাঁর রান ছিল ৩৭। এরপর খুলনার বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার আভাস দেন। আজ তাঁর ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস।

আরও পড়ুন

একই দিন লিটনের ওপেনিং সঙ্গী উইল জ্যাকসের ব্যাট থেকে এসেছে এবারের বিপিএলের দ্বিতীয় শতক। ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন এই ইংলিশ ওপেনার। শেষের দিকে ২৪ বলে ৫৩ রান করে কুমিল্লাকে যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ ৩ উইকেটে ২৩৯ রানে নিয়ে যান আরেক ইংলিশ ক্রিকেটার মঈন আলী।

রানবন্যার শুরুটা অবশ্য লিটনই করেছেন। ইনিংসের শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আজকের উইকেটে ২০০ রানও নিরাপদ নয়, ‘আমার হাতে খেলোয়াড় আছে, যে প্রথম বল থেকেই মারতে পারে। আমার কাছে মনে হয়েছে, এই উইকেটে ২০০ রানও নিরাপদ না। আমি আমার রানের চেয়ে চিন্তা করেছি দলকে কীভাবে এগিয়ে নিতে পারব। এ কারণে জ্যাকসকে বলেছিলাম, তুমি স্বাভাবিক ক্রিকেট খেলো, আমাকে আমার মতো খেলতে দাও। কাউকে না কাউকে আক্রমণ করতে হবে। আমার কাছে মনে হয়েছিল, এই দিনটা আমি বেছে নিয়েছি অ্যাটাক করার জন্য। এদিক থেকে আমি সন্তুষ্ট।’

উইল জ্যাকসের সঙ্গে ওপেনিংয়ে ৮৬ রানের জুটি গড়েন লিটন
প্রথম আলো

এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রিশাদ হোসেনকেও প্রশংসায় ভাসিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন। রান তাড়ায় চট্টগ্রাম একটা পর্যায়ে ওভারপ্রতি ১০-এর বেশি রান নিচ্ছিল। মঈন আলী হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিলেও মাঝের ওভারে রিশাদের দ্রুত ৪ উইকেট ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। রানও কম দিয়েছেন। ব্যাটিং–স্বর্গে ৪ ওভার করে রান দিয়েছেন মাত্র ২২।

লিটন রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘আমাদের সাতটা ম্যাচ হয়ে গেছে, আজ অষ্টম ম্যাচ ছিল। রিশাদ সপ্তম ম্যাচ পর্যন্ত খেলেইনি। এত দিন বাইরে থেকে প্রথম ম্যাচেই এত ভালো বল করা, এটা আসলে অতুলনীয়। ইমপ্যাক্টটা দেখুন। হাই স্কোরিং গেম, উইকেট কারও না কারও নিতেই হবে। সেদিক থেকে খুব ভালো ভূমিকা রেখেছে।’

আরও পড়ুন