গিল কেন টেস্টে পারছেন না, যা বললেন গাভাস্কার
শুবমান গিল ওয়ানডেতে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৯ ইনিংসে ৬৩.৩৬ গড়ে তাঁর রান ১৫৮৪। ৫টি শতকের সঙ্গে অর্ধশতক ৯টি। স্ট্রাইক রেটও অবিশ্বাস্য—১০৫.৪৫। ওয়ানডে বছরের শীর্ষ রান সংগ্রাহক গিল এই বছরে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৪৮তম স্থানে।
সম্প্রতি ব্যর্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও। ওয়ানডেতে সফল গিল কেন টেস্টে ব্যর্থ, সেই কাটাছেঁড়া করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
এই বছরে গিল ১০ ইনিংসে ২৮.৬৬ গড়ে রান করেছেন ২৫৮। এ নিয়ে টানা তিন বছর ৩০–এর কম নিয়ে বছর শেষ করছেন গিল। ২০২১ সালে ১৭ ইনিংসে ২৯.৮৭ গড়ে রান করেছিলেন ৪৭৮। ২০২২ সালে ৬ ইনিংসে গড় ছিল ২৯.৬৬।
এ ছাড়া টেস্ট ক্যারিয়ারের প্রথম ৩৫ ইনিংসে তাঁর রান মাত্র ৯৯৪। ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও তাঁর ক্যারিয়ারের প্রথম ৩৫ ইনিংসে এর চেয়ে ১২ রান বেশি করেছিলেন। গাভাস্কারের মতে, গিলের এই ব্যর্থতার কারণ তাঁর অতি আক্রমণাত্মক কৌশল। স্টার স্পোর্টসে তিনি বলেছেন, ‘আমার মতে গিল টেস্টে বেশি আক্রমণাত্মক কৌশলে খেলছে। টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে টেস্ট ক্রিকেটের কিছুটা পার্থক্য আছে।’
গাভাস্কার পার্থক্য নিয়ে বলেছেন, ‘পার্থক্যটা মূলত বলে। লাল বল সাদা বলের চেয়ে বাতাসে বেশি মুভ করে, পিচের বাইরেও। এটা বেশি বাউন্সও করে। ওর এটা মাথায় রাখতে হবে।’
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে নান্দ্রে বার্গারের লেগ সাইড দিয়ে বের হয়ে যাওয়া বলে গ্লান্স করতে গিয়ে ক্যাচ দেন গিল। পরের ইনিংসে মার্কো ইয়ানসের বলে হন বোল্ড। চলতি বছরে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করেছিলেন গিল। সেটিই এ বছর তাঁর একমাত্র ৩০ ছাড়ানো ইনিংস। গাভাস্কার আশা করেছেন গিল ফর্মে ফিরবেন, ‘গিল দুর্দান্তভাবে ক্যারিয়ার শুরু করেছে, আমরা ওর শটের প্রশংসা করেছি। আমরা শুধু আশা করতে পারে, ও ফর্মে ফিরবে। আশা করি, কঠোর পরিশ্রম করে ফর্মে ফিরবে ও।’