পাকিস্তানের হারের পর রশিদের সঙ্গে নাচলেন ইরফান পাঠান

গতকাল পাকিস্তানের হারের পর আফগান তারকা রশিদ খানের সঙ্গে মাঠেই নেচেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠানছবি: এক্স

আফগানিস্তানের অবিশ্বাস্য এক জয়। যে পাকিস্তানকে ওয়ানডেতে আগের সাতবারের দেখাতে হারাতে পারেনি আফগানিস্তান, সেই পাকিস্তানের প্রথম জয় এসেছে বিশ্বকাপে। তা–ও পাকিস্তানকে তারা হারিয়েছে ৮ উইকেটে। এমন এক জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আফগান ক্রিকেটাররা। আফগানিস্তানের জয়ে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও বেশ খুশি। সেই খুশির মাত্রাটা এমন যে ম্যাচ শেষে আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’ রশিদ খানের সঙ্গে নেচেছেন ইরফান।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে গতকাল আফগানিস্তানের জয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ইরফান-রশিদের নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, রশিদের সঙ্গে হাসিমুখেই নাচছেন ইরফান, যা আফগানিস্তানের অন্য ক্রিকেটাররাও বেশ উপভোগ করছেন। নাচের ছবি পোস্ট করে অবশ্য ইরফান পরে নিজেই ‘এক্স’-এ পোস্ট করেছেন। সেখানে ইরফান লিখেছেন, ‘রশিদ ওর প্রতিজ্ঞা রেখেছে আর আমি আমারটা। শাবাশ আফগানিস্তান।’

ইরফান পাঠানের এই নাচের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। আফগান সমর্থকেরা এর প্রশংসা করছেন। পাকিস্তান ক্রিকেটের সমর্থকেরা আবার বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। তাঁদের যুক্তি, একজন ধারাভাষ্যকার মাঠে বসে এমন আচরণ করতে পারেন না।

আরও পড়ুন

এর আগেও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ নিয়ে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কয়েকটি পোস্ট করেন ইরফান। পাকিস্তান অধিনায়ক বাবরের সমালোচনাও করেন তিনি। এক্সে তিনি লিখেছেন, ‘স্পষ্টভাবেই সেরা দলটাই জিতেছে। শাবাশ! পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য।’ এর আগে বাবরের টুইট নিয়ে লিখেছেন, ‘বাবরের অধিনায়কত্ব গড়পড়তা।’

পাকিস্তানকে হারানোর পর আফগান দলে খুশির জোয়ার বইছে। টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’ গানে নাচতে দেখা গেছে রশিদদের। শুক্রবার চেন্নাইয়ে নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। আর আফগানিস্তানের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ৩০ অক্টোবর।