বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের যে সমস্যা দেখছেন গাভাস্কার

ইংল্যান্ড সফরের জন্য ২ জুনের মধ্যে করোনামুক্ত থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।ফাইল ছবি

আইপিএল শেষ! রোহিত শর্মারা এখন তাকিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। আগামী ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট–শ্রেষ্ঠত্বের লড়াই। টানা দ্বিতীয়বারের মতো ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে। গতবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবার তাই ভারত মরিয়া টেস্ট–শ্রেষ্ঠত্বের নাগাল পেতে।

সোমবারই দুই মাসের টি–টোয়েন্টি উৎসব আইপিএলের পর্দা পড়েছে। ফাইনালে গুজরাট টাইটানসকে নাটকীয়ভাবে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারের শঙ্কা, দুই মাস ধরে টি–টোয়েন্টি ক্রিকেট খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা না আবার সমস্যায় পড়েন।

আরও পড়ুন
ইংলিশ কন্ডিশনে পূজারার অভ্যস্ততা ভারতের জন্য সুখবর
রয়টার্স

গাভাস্কার স্টার স্পোর্টসকে বলেছেন, এত দিন টি–টোয়েন্টি ক্রিকেট খেলে হঠাৎ করেই টেস্টে ক্রিকেটের মেজাজে ফেরা একটা বড় সমস্যাই, ‘এটা বড় একটা পরীক্ষা। প্রায় সবাইকেই টি–টোয়েন্টি সংস্করণ থেকে বেরিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটা দীর্ঘ পরিসরের খেলা। সুতরাং এটা খুবই বড় চ্যালেঞ্জ।’

গাভাস্কার মনে করেন, একমাত্র চেতেশ্বর পূজারাই দীর্ঘ পরিসরের ক্রিকেটের মধ্যে আছেন, ‘ভারতীয় দলে একমাত্র চেতেশ্বর পূজারাই ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলছে। সুতরাং সে–ই দীর্ঘ পরিসরের ক্রিকেটের মধ্যে আছে। ইংলিশ কন্ডিশনে অভ্যস্ততাও তাঁর আছে। এটা দল হিসেবে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ।’

আরও পড়ুন
গাভাস্কার রাহানেকে পাঁচে চান
ফাইল ছবি

এই অবস্থায় দলের ৫ নম্বর পজিশনে অজিঙ্কা রাহানের উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করছেন গাভাস্কার, ‘রাহানের ইংল্যান্ডের কন্ডিশনে অভিজ্ঞতা অনেক। সে সেখানে রানও পেয়েছে। আমি মনে করি, রাহানে দলের পাঁচ নম্বর পজিশনে গুরুত্বপূর্ণ। তার অনেক কিছুই প্রমাণ করার আছে। রাহানের এখনো ভারতীয় দলকে অনেক কিছুই দেওয়া বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তার জন্য দারুণ একটা সুযোগ। আমি মনে করি, সে এই সুযোগ গ্রহণ করে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় দলে নিজের জায়গাটা আবারও পাকাপোক্ত করে নেবে।’