চ্যাম্পিয়নস ট্রফির প্রথম পর্বে সবচেয়ে বেশি রান ও উইকেট কার

রানে সবার ওপরে ইংল্যান্ডের বেন ডাকেটএএফপি

গ্রুপ পর্ব শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন নকআউট পর্বে। আট দলের টুর্নামেন্টে এখন টিকে আছে চারটি দল। তবে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে বাদ পড়া দলের ব্যাটসম্যানদেরই আধিক্য। ব্যাটিংয়ের শীর্ষে পাঁচের প্রথম তিনজনের দল আর টুর্নামেন্টে টিকে নেই। বোলিংয়ে সেরা পাঁচেও আছেন বাদ পড়া দলের দুজন।

আরও পড়ুন

ব্যাটিংয়ে সবার ওপরে ইংল্যান্ডের বেন ডাকেট। তিন ম্যাচে তিনবার ব্যাট করে ২২৭ রান করেছেন ইংলিশ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রান করে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ডাকেট।

তবে চার দিন পরই সে রেকর্ড ভেঙে দেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেন আফগান ওপেনার। সেই জাদরানও ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে। ব্যাটসম্যানদের শীর্ষ দশেও নেই দুই ম্যাচ খেলতে পারা বাংলাদেশে কেউ। ১১৩ রান নিয়ে জাকের আলী আছেন ১৪ নম্বরে।

আরও পড়ুন

বোলিংয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ভারতের বিপক্ষে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়া কিউই পেসার সব মিলিয়ে পেয়েছেন ৮ উইকেট।

১ উইকেট কম নিয়ে দুইয়ে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি রিশাদ হোসেন আছেন ১৮ নম্বরে।