টেস্টের আগের রাতে ৩টা পর্যন্ত খেলা দেখা ‘স্টুপিড’ কাজ

রাসেল ডমিঙ্গোছবি: শামসুল হক

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক। আজ রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সে ম্যাচ নিয়ে সাকিবদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। তবে খেলা দেখার ক্ষেত্রে প্রধান কোচের অনুমোদন পাচ্ছেন না বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। রাসেল ডমিঙ্গো তো বলেই দিলেন, টেস্টের আগের রাতে ভোর ৩টা পর্যন্ত খেলা দেখাটা হবে ‘স্টুপিড’-এর মতো কাজ।

রাতে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচ
ফাইল ছবি

আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশের। দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এদিকে আজ রাতে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার সেমিফাইনাল শুরু রাত ১টায়। অতিরিক্ত সময়ে খেলা না গড়ালেও ম্যাচ শেষ হতে ৩টা বেজে যাবে। আর অতিরিক্ত সময়ে গেলে তো কথাই নেই। এরপর আবার টাইব্রেকার হলে খেলা শেষ হওয়ার সময় বেড়ে যাবে আরও।

আরও পড়ুন

বিশ্বকাপের সেমিফাইনাল দেখার পরিকল্পনা যদি সাকিবদের থেকেও থাকে, কোচের কথায় তা থেকে হয়তো পিছুই হটতে হবে তাঁদের। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর মনোভাব জানতে চাওয়া হলে বেশ সিরিয়াস ভঙ্গিতেই বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘না, তাদের তো ঘুমাতে হবে। ভোর তিনটা পর্যন্ত আপনি খেলা দেখতে পারেন না, এরপর এসে সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া টেস্ট খেলতে পারেন না। আমার মনে হয় এটা “স্টুপিড”।’

আরও পড়ুন

শেষ পর্যন্ত যদি কেউ খেলা দেখেনও, তাহলে তাঁর প্রতিক্রিয়া কী হবে, সেটিও জানিয়ে দিয়েছেন ডমিঙ্গো, ‘তারা এমন করলে আমি হতাশ হব, খুবই হতাশ হব।’

এর আগে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই শুরু হয়েছে স্থানীয় সময় দুপুর ১২টায়। সে ক্ষেত্রে রাতে ফুটবল দেখার ক্ষেত্রে খুব একটা বাধা ছিল না। তবে টেস্ট শুরুর সময়টা বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার ক্ষেত্রে খুব একটা অনুকূল নয়।

ভারত দলের অবস্থাটা অবশ্য জানা যায়নি। পর্তুগাল বিদায় নেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পোস্ট করেছিলেন বিরাট কোহলি। অবশ্য খেলা দেখা হোক বা না হোক, এর খোঁজখবর যে সাকিব-কোহলিরা রাখবেন, সেটি তো একরকম নিশ্চিতই!