এবারের আইপিএলে সবচেয়ে বড় ছক্কাটি কার

অভিষেক শর্মাএএফপি

বড় ছক্কাতে অতিরিক্ত রান নেই। ছক্কা মারলে স্কোরবোর্ডে ৬ রানই যোগ হয়। সেটা ৬০ মিটারের ছক্কা হোক কিংবা ১০০ মিটারের! এরপরও ক্রিকেটে বড় ছক্কা মারতে পারা ব্যাটসম্যানদের একটা বাড়তি কদর আছে। বিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলোতে। তা এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কাটা মেরেছেন কে?

আইপিএলে এবার এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৩০টি। এর মধ্যে সবচেয়ে বড় ছক্কাটি এসেছে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার ব্যাট থেকে। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ১০৬ মিটারের ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। সেদিন অভিষেক ছক্কা মারেন আরও ৯টি। খেলেন ৫৫ বলে ১৪১ রানের ইনিংস।

আরও পড়ুন

১০৫ মিটারের ছক্কা আছে দুজনের। বেঙ্গালুরুর ফিল সল্ট ও হায়দরবাদের ট্রাভিস হেডের। হেড ১০৫ মিটারের ছক্কাটি মেরেছিলেন নিজেদের প্রথম ম্যাচে, ২৩ মার্চ। সল্টের বড় ছক্কাটি এসেছে ২ এপ্রিল, গুজরাটের বিপক্ষে ম্যাচে। মজার ব্যাপার হলো, বড় ছক্কা মারা ৩ জনই ওপেনার।

এই তিনজন বাদে ১০০ মিটারের বেশি দূরে বল পাঠিয়েছেন শুধু নিকোলাস পুরান ও অনিকেত বর্মা। দুজনের ছক্কার দূরত্ব ১০২ মিটার করে।

১২৫
২০০৮ সালে আইপিএলে সবচেয়ে বড় ছক্কা মারার রেকর্ড গড়েন আলবি মরকেল

আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আলবি মরকেলের। ২০০৮ সালে ১২৫ মিটারের ছক্কা মেরে এই রেকর্ড গড়েছেন তিনি।

বর্তমানে আইপিএলে খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে বড় ছক্কা লিয়াম লিভিংস্টোনের। বেঙ্গালুরুতে খেলা এই অলরাউন্ডার ২০২২ সালে ১১৭ মিটারের ছক্কা মারেন।

আরও পড়ুন