ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।
জয়ের জন্য ইংল্যান্ড আজ স্বাভাবিকভাবেই মরিয়া থাকবে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি, সাকিব আল হাসানের দলের জন্য যা স্বস্তির সংবাদ।
বিশ্বকাপে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে ২টি করে ম্যাচ জিতেছে দুই দল। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড। পাঠক, বাংলাদেশ কি পারবে আজ ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও ওপরে উঠতে?
ভোটে আপনার মত দিন।