আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম

তামিমের অধিনায়কত্বে ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছেশামসুল হক

বিপিএলের আগে তামিম ইকবাল সর্বশেষ প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর। লম্বা বিরতি দিয়ে এবারের বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম। সেই তামিমের অধিনায়কত্বেই ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে। আর দলের শিরোপা জয়ের বিপিএলে তামিমের ব্যাট থেকেই এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান।

নানা বিতর্কের পর গত বিশ্বকাপে না খেলা তামিমের এই পারফরম্যান্সকে অনেকে সমালোচনার জবাব হিসেবে দেখতে পারেন। তামিম অবশ্য সেভাবে ভাবছেন না। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি।

ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে কি না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

ট্রফি হাতে তামিম
শামসুল হক

পরে যোগ করেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে।’

এবারের বিপিএলের পারফরম্যান্সকেও সমালোচনার জবাব হিসেবে দেখছেন না তিনি, ‘আমি এভাবে ভাবি না। যদি এভাবে ভাবতাম যে জবাব দিতে হবে, তাহলে হয়তো ভালো করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবিনি যে জবাব দিতে হবে।’

আরও পড়ুন

দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকেই তামিমের এই শিক্ষা, ‘আমার ক্যারিয়ার যদি তিন বছরের হতো, তাহলে চিন্তা করতাম জবাব দিতে হবে। আমি কী করেছি না করেছি, সবাই দেখেছে। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা ভালো পরিবেশ তৈরি করা। দলের পরিবেশ খুব ভালো ছিল। আমাদের দলের পরিবেশ ছিল অবিশ্বাস্য। বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই, তারা ভালো মানুষও ছিল। আমরা প্লে–অফে আসতে পারব কি পারব না, তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম। কিন্তু দলের পরিবেশের কারণে এটা করতে পেরেছি। আমি মালিকের কথা বলব, ওনার সঙ্গে আমার দ্বিতীয়বার। ওনার টাকাপয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটিং দিকে কোনোভাবে যুক্ত হননি।’

ফাইনালে ৩৯ রান করার পথে তামিম
শামসুল হক

পরে একই প্রসঙ্গে অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমি এটা শিখেছি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক উত্থান–পতন গেছে। আমি ১০০ বা ৫০ করে দেখিয়ে দেব, যখনই এভাবে ভাবতাম, তখন নিজের ওপর চাপ নিয়ে নিতাম। এই শিক্ষাটা আমি পেয়েছি আমার ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে। আমি জানি যে এবার রান না করলে অনেক কথা হতো।’

নিজের ফিটনেস নিয়েও মজা করেছেন তামিম। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলার সময় তামিম নাকি আরও ভালো শারীরিক অবস্থায় ছিলেন, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম। এখন তো একটু পেট–টেট বের হয়েছে। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম।’

আরও পড়ুন