৮০ রানে অলআউট ‘এ’ দল, সাব্বির আউট ৩ রানে

৩ রান করেছেন সাব্বির রহমানফাইল ছবি

দুটি চার দিনের ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। তবে মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচটি শুরু হয়েছে যথাসময়েই। তবে তাতে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বোলারদের শর্ট বলে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৩.২ ওভারে ৮০ রান তুলতেই গুটিয়ে গেছেন মোহাম্মদ মিঠুনরা। দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন, সর্বোচ্চ ২৫ রান জাকের আলীর। ৮১ রানের লক্ষ্য ২৩.২ ওভারেই ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। তবে দলটিকে হারাতে হয় ৬ উইকেট।

বাংলাদেশ ‘এ’ দল সব উইকেটই হারিয়েছে শর্ট বা শর্ট অব আ লেংথ বলে। সাতজন আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের জাস্টিন গ্রিভস, ২টি করে উইকেট অ্যান্ডারসন ফিলিপ ও শারমন লুইসের। এশিয়া কাপের দলে থাকা সাব্বির রহমান ৫ বল খেলে করেছেন ৩ রান।

২ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী
ফাইল ছবি

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৩৫ রান। জশুয়া ডি সিলভাকে মৃত্যুঞ্জয় চৌধুরী ফেরানোর পর নিয়মিত বিরতিতেই পড়েছে স্বাগতিকদের উইকেট। তবে ৭০ রানে ৬ উইকেট খোয়ানোর পর মাটি কামড়ে পড়ে থেকেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে জিতিয়েছেন জাস্টিন গ্রিভস (১১ বলে ৬*) ও ব্রায়ান চার্লস (১৯ বলে ৩*)। বাংলাদেশের দুই পেসার মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন ২টি করে উইকেট।