লঙ্কা প্রিমিয়ার লিগে তামিম, মুশফিক, নাজমুল ও তাসকিনের নাম

তামিম ইকবাল ও নাজমুল হোসেনপ্রথম আলো

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম মৌসুমে ৫০০–এর বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ১ জুলাই শুরু হবে এলপিএলের পঞ্চম মৌসুম। বাংলাদেশ থেকে এবার এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন ও তাসকিন আহমেদ। আজ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আরও পড়ুন

শ্রীলঙ্কার এই ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গত বছর বাংলাদেশ থেকে খেলেছেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরীফুল ইসলাম।

সাকিব এর আগে এলপিএলে ডাক পেলেও তাসকিন কখনো খেলার সুযোগ পাননি
প্রথম আলো

জাফনা কিংসের হয়ে গত মৌসুমে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন হৃদয়। ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে ১৫৫ রান করেছিলেন তিনি। গল টাইটানসের হয়ে ১০ ম্যাচ খেলা সাকিবও আলো ছড়ান। ১০ ইনিংসে বল করে ১০ উইকেট নেন। গলের হয়ে খেলা লিটন ৩ ম্যাচে করেছিলেন ৩৪ রান। শরীফুল খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোসহ ২৪টি দেশের ক্রিকেটাররা এবারের এলপিএলে নাম নিবন্ধন করিয়েছেন। ক্রিকেটারদের নিলামের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।