ভারতের একাদশ ‘সাজিয়ে দিলেন’ গাভাস্কার

প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মা, পন্ত, চাহালবিসিসিআই

বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপ কী হবে—ভারত মূল লড়াইয়ে নামার আগে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল—এই তিনজনের মধ্যে কে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে।

কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের আগে স্টার স্পোর্টসে ভারতের একাদশ সাজিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। একাদশে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে তিনি রেখেছেন কোহলিকে।

বাংলাদেশের বিপক্ষে ভারত যে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছে, সেটিতে বিশ্রামে ছিলেন কোহলি। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন স্যামসন। ৩ নম্বরে খেলেছেন ঋষভ পন্ত। ভারতের ৫ উইকেট পড়লেও রোহিত ব্যাটিংয়ে নামাননি জয়সোয়ালকে। ৩ নম্বরে নেমে প্রস্তুতি ম্যাচে ফিফটি করেন পন্ত। তাই অনেকে পন্তকেই বিশ্বকাপে ভারতের ৩ নম্বরের সমাধান হিসেবে দেখছেন। তবে গাভাস্কার তাঁর একাদশে ৩ নম্বরে পন্তকে নন, রেখেছেন জয়সোয়ালকে।

৪ নম্বরে আছেন যথারীতি সূর্যকুমার যাদব। গাভাস্কারের একাদশে পন্ত খেলবেন ৫ নম্বরে। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। দলে মূল পেসার হিসেবে আছেন জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। প্রস্তুতি ম্যাচে ভালো করার পরও বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের একাদশে রাখেননি গাভাস্কার। রাখেননি ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও।

আরও পড়ুন

স্টার স্পোর্টসে একাদশ ঘোষণার সময় গাভাস্কার বলেছেন, ‘আমি একাদশ গড়া পছন্দ করি না। কারণ, আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই, এমনটা হবেই।’

গাভাস্কারের একাদশটা এ রকম—রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ।’

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ ইনিংসে ৭৪১ রান করেছেন কোহলি। জয়সোয়াল ভারতের হয়ে এখন পর্যন্ত ১৬ ইনিংসে ব্যাটিং করেছেন। এই ১৬ ইনিংসে কখনোই তিনি ওপেন ছাড়া অন্য কোনো পজিশনে ব্যাটিং করেননি।

আরও পড়ুন