ওয়েস্ট ইন্ডিজে লড়ছেন সাইফ-সাদমানরা

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এক প্রান্ত আগলে রেখেছেন সাদমানফা্ইল ছবি: প্রথম আলো

সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ ‘এ’ দল। কাল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মুখোমুখি হয় মোহাম্মদ মিঠুনের দল। বৃষ্টির কারণে সারা দিনে মাত্র ৩৪ ওভার খেলা হয়েছে। ১ উইকেটে ৬৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল।

আগের রাতে বৃষ্টি হওয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামের আউটফিল্ড খেলার জন্য উপযোগী করে তুলতে সময় লেগেছে। সে কারণে খেলা নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে শুরু হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া দা সিলভা। ১২.৩ ওভার পর্যন্ত টিকেছে বাংলাদেশের ওপেনিং জুটি।

সাইফ হাসান সঙ্গ দেন সাদমানকে
ফাইল ছবি: প্রথম আলো

ওপেনার মাহমুদুল হাসানকে ১৩তম ওভারে তুলে নেন বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড। ৪১ বলে ১৭ রান করে ক্যাচ দেন মাহমুদুল। ৪টি চার মারেন তিনি। তিনে নামা সাইফ হাসানের সঙ্গে সাদমান ইসলাম জুটি বেঁধে আর কোনো বিপদ ঘটতে দেননি। ১৩১ বলে ৪১ রানের জুটি গড়েন দুজন। ৯৮ বলে ২২ রানে অপরাজিত সাদমান। ৬৭ বলে ২৩ রান নিয়ে অন্য প্রান্ত ধরে রেখেছেন সাইফ।