পান্ডিয়া বললেন, সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাথা ঘামাই না

মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়াবিসিসিআই

গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ানসে ফেরার পর দর্শক-সমর্থকদের সঙ্গে হার্দিক পান্ডিয়ার দূরত্ব যেন বেড়েই চলেছে। এবারের আইপিএলে বেশ কয়েকবার মাঠে দুয়ো শুনেছেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। এবার পান্ডিয়াও দর্শক-সমর্থকদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানিয়েছেন। বলেছেন, সমর্থকদের প্রত্যাশা নিয়ে তিনি মাথা ঘামান না।

রোহিত শর্মার জায়গায় মুম্বাইয়ে অধিনায়ক হওয়া পান্ডিয়া আজ আইপিএলে নিজের শততম ম্যাচ খেলবেন। জয়পুরে মুম্বাইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

স্টার স্পোর্টসের ‘ক্যাপ্টেনস স্পিক’ পর্বে অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন পান্ডিয়া। সেখানে চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘চ্যালেঞ্জ মজার। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোনটা চ্যালেঞ্জিং, আমি বলব ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা, সমর্থকদের প্রত্যাশা। সত্যি বলতে কি, যেটা নিয়ে আমি মাথা ঘামাই না, এর চেয়ে বরং কিছুটা চাপ বা ব্যস্ত জীবনই আমি চাই। কারণ, তখন মনে হয় আমি কার্যকর কিছু করছি।’

এবারের আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটিতে হেরেছে মুম্বাই। প্লে-অফ সম্ভাবনা টিকিয়ে রাখতে প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। তবে জয়পুরে মুম্বাইয়ের রেকর্ড খুব একটা পক্ষে নেই। রাজস্থানের মাঠে সাত ম্যাচ খেলে মাত্র দুটিতে জিততে পেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পান্ডিয়া অবশ্য অতীত নিয়েও বেশি মাথা ভাবতে চান না, ‘আমরা কখনোই হাল ছেড়ে দিই না। এটা মুম্বাই ইন্ডিয়ানসের খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা আমার কাছে রোমাঞ্চকরই লাগে, চ্যালেঞ্জ আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে।’

আরও পড়ুন