৯ ভেন্যুতে ভারত, ৫ ভেন্যুতে পাকিস্তান, দুই দল মুখোমুখি ১৫ অক্টোবর

ভারত–পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরছবি: আইসিসি

১০ দল, ১০ ভেন্যু, ৪৬ দিন, ৪৮ ম্যাচ। অবশেষে নিশ্চিত করা হলো ২০২৩ সালের বিশ্বকাপের সূচি। ২০১৯ সালের মতোই এবারও প্রতিটি দল গ্রুপপর্বে খেলবে একে অপরের সঙ্গে, এরপর শীর্ষ চারটি দল যাবে সেমিফাইনালে।

আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই ও পুনেতে হবে ম্যাচগুলো। ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ১৫ ও ১৬ নভেম্বরে সেমিফাইনাল হবে যথাক্রমে মুম্বাই ও কলকাতায়। এ ছাড়া গুয়াহাটি, থিরুভানান্থাপুরাম ও হায়দরাবাদে হবে প্রস্তুতি ম্যাচ।

ভারত গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে ৯টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে মাত্র পাঁচটি ভেন্যুতে। দুই দল ১৫ অক্টোবর মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ৪ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর চেন্নাইয়ে। পাকিস্তান তাদের টুর্নামেন্ট শুরু করবে ৬ অক্টোবর হায়দরাবাদে, সেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

আরও পড়ুন

বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই পাকিস্তানের অংশগ্রহণ ও দলটির ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূচি ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেনি পাকিস্তান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলেননি দলটি।

বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৭ অক্টোবর
ফাইল ছবি

এর আগের দুটি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি টুর্নামেন্ট শুরুর এক বছরেরও আগে ঘোষণা করা হলেও এবার সেটি করা হলো বেশ দেরিতে। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে আজ মুম্বাইয়ের এক অনুষ্ঠানে চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণেই সূচি প্রকাশে এমন বিলম্ব। এর আগে এ মাসের শুরুতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময় বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথাও বলা হয়েছিল।

সূচি ঘোষণার আগেই দুটি ম্যাচের ভেন্যু বদলাতে আইসিসিকে অনুরোধ করেছিল পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা খেলতে চেয়েছিল বেঙ্গালুরুতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চেয়েছিল চেন্নাইয়ে। তবে সে অনুরোধ রাখেনি আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর আজমের দলকে খেলতে হবে বেঙ্গালুরুতেই, আফগানিস্তানের মুখোমুখি তারা হবে চেন্নাইয়ে।

আরও পড়ুন

অবশ্য সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ যে দলই হোক, পাকিস্তান খেলবে কলকাতায়। অন্যদিকে ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে সে ম্যাচটি হবে কলকাতায়।

জিম্বাবুয়েতে চলছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব
ছবি: আইসিসি

টুর্নামেন্টে ছয়টি বাদ দিয়ে বাকি সব ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দিবারাত্রির ম্যাচগুলো। দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। গতবার ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে।

বিশ্বকাপের আটটি দল চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার ভিত্তিতে। বাকি দুটি দল পেরিয়ে আসবে বাছাইপর্ব, যে টুর্নামেন্ট এখন জিম্বাবুয়েতে হচ্ছে। আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব পেরিয়ে এলে তারা ‘বাছাইপর্ব ১’ দল হিসেবে সূচিতে বিবেচিত হবে। শ্রীলঙ্কা বাছাইপর্ব পেরোলে তারা হবে ‘বাছাইপর্ব ২’।

আরও পড়ুন