টেন্ডুলকারের পরামর্শ মেনেই জাদরানের শতক

আফগানিস্তানের ইনিংস শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় ডেভিড ওয়ার্নারের সঙ্গে হাত মেলাচ্ছেন ইব্রাহিম জাদরানছবি: এএফপি

৯৯ রানে থাকতে কি একটু স্নায়ুচাপে ভুগেছিলেন? পরের রানটি নেওয়ার আগে দুটি বল দেখেশুনে খেললেন। এরপর (৪৪তম) ওভারের শেষ বলটি কাভারে ঠেলেই ইব্রাহিম জাদরান অন্য প্রান্তে পড়িমরি করে ছুটলেন। ২টি রানে শতকপূরণ হলেও ফিল্ডারের থ্রোটা ঠিকমতো হলে জাদরান রান আউটও হতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত সাহসেরই জয় হলো এবং বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম শতকটিও হয়ে গেল জাদরানের সৌজন্যে।

আরও পড়ুন

শেষ পর্যন্ত ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ৫ উইকেটে ২৯১ তুলেছে মূলত তাঁর ব্যাটে ভর করেই। এই ইনিংসটি বিশ্বকাপে আফগানিস্তানের জন্য অবশ্যই ঐতিহাসিক—এ টুর্নামেন্টে দেশটির হয়ে প্রথম শতক বলে কথা!

দলের ইনিংস শেষে ম্যাচের সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় ইব্রাহিম জাদরান জানিয়েছেন, শতকটিতে শচীন টেন্ডুলকারেরও পরোক্ষ ভূমিকা আছে।
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে গতকাল আফগানিস্তানের অনুশীলন দেখতে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকার। সেখানে রশিদ খান–জাদরানদের নানা প্রেরণামূলক কথা বলেছেন টেন্ডুলকার।

শতক তুলে নেওয়ার পথে দৌড়াচ্ছেন ইব্রাহিম জাদরান
ছবি: এএফপি

এ নিয়ে ‘ক্রিকেটওয়ার্ল্ডকাপডটকম’কে রশিদ খান বলেছিলেন, ‘আমাদের সবার জন্য এটি বিশেষ মুহূর্ত।’ তা টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাত তো জাদরানেরও হয়েছিল। কী কথা হয়েছিল দুজনের? আজ শতকের পর জাদরান বলেছেন, ‘শচীন টেন্ডুলকারের সঙ্গে ভালো আলাপ হয়েছে। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং আমি ম্যাচের আগে বলেছিলাম, শচীন টেন্ডুলকারের মতো ব্যাট করব। তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছেন।’

আরও পড়ুন

এবার বিশ্বকাপে দারুণ খেলছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে এখনো টিকে আছে হাশমতউল্লাহ শহীদির দল। ৭ ম্যাচে ৪ জয় এবং ৩ হারে মোট ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আফগানিস্তান (ম্যাচ চলাকালীন)।

পাকিস্তানের বিপক্ষে জয়ে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন জাদরান। সে ম্যাচে শতক হাতছাড়ার আক্ষেপ আছে তাঁর। ইনিংস শেষে সে কথা বলতে গিয়ে জাদরান জানিয়েছেন, পাকিস্তান ম্যাচের পর তাঁর মনে হয়েছিল আগামী তিন ম্যাচের মধ্যে শতক পাবেন, ‘বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম শতক করতে পেরে খুব ভালো লাগছে। এই টুর্নামেন্টের জন্য অনেক পরিশ্রম করেছি। পাকিস্তানের বিপক্ষে শতক হাতছাড়া করলেও আজ পেয়েছি। কোচিং স্টাফকে বলেছিলাম, মনে হচ্ছে আগামী তিন ম্যাচের মধ্যে শতক পাব।’

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকেও হারিয়েছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে ঠিকই শতকের দেখা পেলেন জাদরান। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম শতক।