ভারত ম্যাচে পাকিস্তানের একাদশে পরিবর্তন চান আমির

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরফাইল ছবি

প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে পাকিস্তানের। এরপরও দলটির সাবেক ক্রিকেটারদের কিছু কিছু জায়গা নিয়ে অসন্তুষ্টি আছে। এই যেমন নতুন বলে হাসান আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। পুরো বোলিং বিভাগ নিয়েই হতাশার কথা বলেছেন আরেক সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ আমির ভারত ম্যাচের একাদশে পরিবর্তন চেয়েছেন। সেই পরিবর্তন এই ফাস্ট বোলার চেয়েছেন বোলিং বিভাগেই। তিনি চাইছেন, ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে যেন উসামা মিরকে রাখা হয়। কিন্তু কার জায়গায় তাঁকে নেওয়া যেতে পারে, সেটা বলতে পারেননি আমির।

আরও পড়ুন
পাকিস্তানের লেগস্পিনার উসামা মির
ফাইল ছবি

মাঝের ওভারে পাকিস্তানের বোলিং নিয়ে খুব একটা খুশি নন আমির। এ কারণেই পাকিস্তানের একটি টেলিভিশনকে তিনি বলেছেন, ‘আমি এটা বলব না যে কাকে দল থেকে বাদ দেওয়া হবে। কিন্তু আমি দলে উসামা মিরকে ঢোকানোর চেষ্টা করব। মাঝের ওভারে উইকেট দরকার আপনার। সে ছন্দে আছে এবং উইকেট পাওয়া বোলার। সে কিছুটা ব্যাটিংও জানে।’

কাকে বাদ দিয়ে উসামাকে নেওয়া হবে—আমির এটা না বললেও উসামাকে একাদশে রাখতে হলে বাদ দিতে হবে অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খানকে। কারণ, শাদাবের মতো উসামাও লেগ স্পিনার। আর এক ম্যাচে পাকিস্তান নিশ্চয়ই দুজন লেগ স্পিনার খেলাবে না।

আরও পড়ুন
পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান
ছবি : এএফপি

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও উসামা মিরের পক্ষে কথা বলেছেন। আমির কাউকে বাদ দেওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও আফ্রিদি এটা লুকিয়ে রাখেননি। শাদাবকে বাদ দিয়ে তিনি উসামাকে নেওয়ার পক্ষে কথা বলেছেন।
আফ্রিদির কথা, ‘দুজনের বোলিংয়ে বড় পার্থক্য আছে। শরীরী ভাষায় উসামা অনেক ভালো। শাদাব কিছু রান করতে অভ্যস্ত। কিন্তু এই মুহূর্তে এটা বিষয় নয়। তাদের দুজনের ব্যাটিংয়ে খুব একটা পার্থক্য নেই।’

আরও পড়ুন