রাজ্জাক ও শফিক এখন পাকিস্তান নারী দলেরও নির্বাচক

গত মাসে পুরুষ দলের নির্বাচক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল আসাদ শফিক (সবার বাঁয়ে) ও আবদুল রাজ্জাককে (সবার ডানে)পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক ও সাবেক ব্যাটসম্যান আসাদ শফিককে। দুজনকেই পাকিস্তানের নারী দলের নির্বাচক প্যানেলে আনা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি নারী নির্বাচক প্যানেল পুনর্গঠন করেছেন। তারই অংশ হিসেবে রাজ্জাকরা এ কমিটিতে যুক্ত হলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের ‘হতাশাজনক পারফরম্যান্সের পর’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত মাসে রাজ্জাক ও শফিক দুজনকেই পুরুষ জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছিল। সাতজনের সে নির্বাচক কমিটিতে ছিলেন সাবেক দুই ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফও। আগে থেকেই ওয়াহাব রিয়াজ চেয়ারম্যান হিসেবে থাকলেও নতুন এ কমিটিতে তেমন কোনো পদ থাকবে না বলেও জানানো হয়েছিল।

আরও পড়ুন

মাসখানেক পরই নতুন দায়িত্ব দেওয়া হলো রাজ্জাক ও গত ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া শফিককে। রাজ্জাক ও শফিক এখনো ছেলেদের দলের নির্বাচক হিসেবেও থাকবেন কি না, সেটি পরিষ্কার করা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনের নামের সঙ্গে শুধু জুড়ে দেওয়া হয়েছে—দুজনই ছেলেদের দলের নির্বাচক প্যানেলের সদস্য।

উইকেট নিয়ে পাকিস্তানি অধিনায়ক নিদা দারের উদ্‌যাপন। নির্বাচক কমিটিতে থাকবেন তিনিও
বিসিবি

এ দুজনকে নিয়ে এবার মেয়েদের নতুন নির্বাচক কমিটি হলো সাতজনের। আগের কমিটি থেকে টিকে গেছেন আসমাভিয়া ইকবাল ও মেরিনা ইকবাল। নতুন নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বাতুল ফাতিমাকেও। এ ছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন প্রধান কোচ (এখন মোহতাশিম রশিদ) ও অধিনায়কও (নিদা দার)। আগের নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছেন সাবেক ফাস্ট বোলার সেলিম জাফর।

আরও পড়ুন

নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হবে আসন্ন ইংল্যান্ড সফরের দল নির্বাচন। ১১ থেকে ২৯ মের মধ্যে ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা আছে পাকিস্তানের। ওয়ানডে তিনটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২৫ চক্রের অংশ।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হলেও আইসিসি চ্যাম্পিয়নশিপের পাঁচে আছে পাকিস্তান। ২০২৫ সালের বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়াও চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। বাকি দলগুলোকে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। ১৮ ম্যাচে ৪ জয় নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে।

ওয়ানডে সিরিজের পর এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, যেটি শুরু হবে আগামীকাল। সিরিজের সবগুলো ম্যাচই হবে করাচিতে।