বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বিসিবি, আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে ভারত বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ দেখিয়েছে। পিসিবি জিও টিভিকে জানিয়েছে, শ্রীলঙ্কার বিকল্প হিসেবে তাদের মাঠগুলো প্রস্তুত।