পাকিস্তান দলে দোষী খুঁজতে মানা করলেন আর্থার

অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দলছবি: এএফপি

বিশ্বকাপে পাকিস্তানের টানা চতুর্থ হারের পর অধিনায়ক বাবর আজম ও টিম ম্যানেজমেন্টকে লক্ষ্য করে ‘দোষী খুঁজতে’ মানা করেছেন দলটির ক্রিকেট পরিচালক মিকি আর্থার। গতকাল চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটের হারে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা বড় ধাক্কা খায়।

১৯৯২–এর চ্যাম্পিয়নরা প্রোটিয়াদের কাছে অঘটনের শিকার হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়ার পর র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা আফগানিস্তানের কাছে হেরেছিল।

অন্যতম ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করলেও পয়েন্ট তালিকার ছয়ে থাকা পাকিস্তান এখন টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায়ের শঙ্কায়। তবে এরপরও বাবর ও ম্যানেজমেন্টের পাশে দাঁড়াচ্ছেন আর্থার। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বাবর আজম, ইনজি (প্রধান নির্বাচক ইনজামাম–উল–হক) অথবা আমাদের কোচদের কিংবা টিম ম্যানজেমন্টের মধ্যে দোষী খোঁজাটা সত্যিই অন্যায্য। আমি যেটা জানি, ছেলেরা চেষ্টা করেছে। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের প্রচেষ্টা ছিল সর্বোচ্চ মানের। খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কী পরিমাণ চেষ্টা করেছে সেটা যদি তারা দেখত, তাহলে অবাক হতো।’

হারিস রউফ নিজের বলে ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার নবম উইকেট তুলে নিলে এই দৃশ্যের অবতারণা হয়। কিন্তু দিন শেষে তাদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭০ রান তুলেছিল পাকিস্তান, এরপর বোলাররা লড়াইয়ে ফেরালেও শেষ পর্যন্ত ১ উইকেটে হেরেছে। আর্থার বলেছেন, ‘আফগানিস্তান ম্যাচের চেয়ে আজ (গতকাল) ড্রেসিংরুমের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ছিল। আফগানিস্তান ম্যাচ ছিল...আমরা প্রতিটি বিভাগে গড়পড়তা খেলেছিলাম। কিন্তু আজ আমরা ব্যাটিংয়ে ভালো করেছি। আমি মনে করি বোলিংয়েও খুব ভালো করেছি। ওদের নিয়ে আমি সত্যিই গর্বিত। কারণ, তারা বেদনাদায়ক সমাপ্তির আগ পর্যন্ত লড়াই করেছে।’

আরও পড়ুন