সেই আমিরাত যে রেকর্ডে জিম্বাবুয়ের পাশে বসিয়েছে বাংলাদেশকে

বাংলাদেশ ক্রিকেট দলএএফপি

১৯৯৪ আইসিসি ট্রফি। বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যাঁদের জানা, তাঁরা নিশ্চিত ধরে ফেলেছেন যোগসূত্র। বাংলাদেশের যে ওয়ানডে বিশ্বকাপ খেলতে তিন বছর দেরি হলো, সেটির মূল কারণ তো ওই সংযুক্ত আরব আমিরাতই।

পেট্ট্রো-ডলারের ঝনঝনানিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে একঝাঁক ভাড়াটে ক্রিকেটার নিয়ে ১৯৯৪ আইসিসি ট্রফিতে দল সাজিয়েছিল আমিরাত। সেই দলের কাছে প্রথম রাউন্ডে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে কঠিন গ্রুপ পড়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেটকে বড় ধাক্কা দিয়েছে আরব আমিরাত
ছবি: আমিরাত ক্রিকেট বোর্ড

সেখানে নেদারল্যান্ডসের পর কেনিয়ার কাছেও হেরে সেমিফাইনালের আগেই বাদ পড়ে যায় বাংলাদেশ। আর তাতে ১৯৯৬ সালের বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের।

এরপর ক্রিকেট দুনিয়ায় বদলে গেছে অনেক কিছুই। আমিরাতের তিন বছর পর প্রথমবার বিশ্বকাপ খেলা বাংলাদেশ টেস্ট ক্রিকেটও খেলছে প্রায় ২৫ বছর ধরে। আর আমিরাত এখনো আইসিসির সহযোগী সদস্য।

সেই আমিরাতই সোমবার রাতে বড় ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আমিরাত।

আমিরাতিদের গৌরবের জয়ে কলঙ্কের এক রেকর্ড উপহার দিয়েছে বাংলাদেশ। নিজেরা টেস্ট খেলা শুরুর পর প্রতিপক্ষের টেস্ট মর্যাদা নেই—এ নিয়ে এমন নয়টি দলের কাছে হারল বাংলাদেশ। রেকর্ড এটিই।

সবচেয়ে বেশি নন-টেস্ট প্লেয়িং দলের কাছে হার (টেস্ট খেলা শুরুর পর)

তবে এই রেকর্ডে বাংলাদেশের সঙ্গী আছে আরেকটি টেস্ট খেলুড়ে দেশ—জিম্বাবুয়ে। বাংলাদেশের আট বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া দলটিও হেরেছে নয়টি নন-টেস্ট প্লেয়িং দলের কাছে।

২০০০ সালের নভেম্বরে প্রথম টেস্ট খেলার পর বাংলাদেশ প্রথম নন-টেস্ট প্লেয়িং দলের কাছে হারে ২০০৩ সালে। ওই বছর পুঁচকে কানাডার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ বিশ্বকাপ শেষ করে কেনিয়ার কাছেও হেরে।

এরপর বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেরেছে নন-টেস্ট প্লেয়িং দল নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, হংকং, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কাছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানও টেস্ট মর্যাদা পাওয়ার আগে হারিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের মতোই নয়টি নন-টেস্ট প্লেয়িং দলের কাছে হেরেছে জিম্বাবুয়ে
ছবি : আইসিসি

অন্যদিকে জিম্বাবুয়ে হেরেছে কেনিয়া, আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, নামিবিয়া ও উগান্ডা—এই নয়টি নন-টেস্ট প্লেয়িং দলের কাছে।

টেস্ট খেলুড়ে ১২টি দলের সবাই অবশ্য অন্তত একবার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে হেরেছে টেস্ট মর্যাদা না থাকা দলের কাছে।