অসুস্থ মাকে হাসপাতালে রেখে কলকাতার ডাকে সাড়া দিয়েছেন গুরবাজ

আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করছেন কলকাতার গুরবাজএএফপি

আফগানিস্তানে নিজের অসুস্থ মাকে হাসপাতালে রেখে কলকাতা নাইট রাইডার্সের ডাকে সাড়া দিয়ে আইপিএলে এসেছেন উইকেটকিপার ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে ওপেনিংয়ে নেমে ১৪ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন।

গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা কলকাতা। হায়দরাবাদের দেওয়া ১৬০ রানের লক্ষ্য ৩৮ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে শ্রেয়াস আইয়ারের দল।

এ মৌসুমে এটিই গুরবাজের প্রথম ম্যাচ ছিল। অসুস্থ মাকে ফেলে আসার সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না তাঁর জন্য। তবে ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সিরিজে খেলতে ফিরে যাওয়া ফিল সল্টের জায়গায় এক রকম জরুরি প্রয়োজনেই কলকাতা ডাকে তাঁকে।

আরও পড়ুন

সাংবাদিকদের গুরবাজ বলেন, ‘আমার মা এখনো অসুস্থ। আমি (আইপিএল ছেড়ে) সেখানে (আফগানিস্তান) ফিরে গিয়েছিলাম। ফিল সল্ট চলে যাচ্ছে, এমন সময়ে কলকাতার ফোন পাই আমি। তারা আমাকে কল করে, মেসেজ পাঠায়, “গুরবাজ, আমাদের তোমাকে প্রয়োজন। তোমার ওদিককার পরিস্থিতি কেমন?”’

এ মৌসুমে এর আগে খেলেননি গুরবাজ (ডানে)
এএফপি

কলকাতার সেই ডাকে সাড়া না দিয়ে পারেননি গুরবাজ, ‘আমি বলেছি যে আমি আসব।’

গত মৌসুম থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ সদস্য গুরবাজ। তবে এবার ওপেনিংয়ে সুনীল নারাইনের সঙ্গে ফিল সল্ট থাকায় খেলানোর দরকার পড়েনি তাঁকে। এরই মধ্যে মায়ের অসুস্থতার খবরে আফগানিস্তান ফিরে গিয়েছিলেন তিনি।

গুরবাজ বলেন, ‘আমার মা এখনো হাসপাতালে। প্রতিদিন তাঁর সঙ্গে কথা হয়। তবে আমি জানতাম কেকেআরও (কলকাতা নাইট রাইডার্স) আমার পরিবার। তাদের আমাকে এখানে প্রয়োজন। আফগানিস্তান থেকে তাই ফিরে এসেছি। অনেক কঠিন ব্যাপার এটা। তবে মানিয়ে নিতে হবে।’

১৯ মে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই খেলার কথা ছিল গুরবাজের। কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়াতে সে ম্যাচে ব্যাটিং বা উইকেটকিপিংয়ের সুযোগ পাননি। প্লে–অফের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে ম্যাচ অনুশীলনের সুযোগ ছাড়াই নামা গুরবাজের পারফরম্যান্স নিয়ে তাই সংশয়ও ছিল। কিন্তু গ্লাভস হাতে গুরবাজ দুটি ক্যাচ নেওয়ার পর ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিজেদের ইতিহাসে চতুর্থ ফাইনালে পৌঁছায় কলকাতা।

গুরবাজ বলেন, ‘ক্রিকেটার হিসেবে আপনি জানেন, কী করতে হবে। সুযোগ না পেলেও আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তৈরি থাকতে হবে। যখনই সুযোগ আসুক না কেন, তৈরি থাকতে হবে।’

আরও পড়ুন

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন গুরবাজ। দলটির বেশির ভাগ সদস্য এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছেন। তবে আপাতত আইপিএলেই নজর গুরবাজের। তিনি বলেছেন, ‘কেকেআরই আমার প্রথম প্রাধান্য।’

আগামী রোববার চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। সেখানে কলকাতার প্রতিপক্ষ অবশ্য এখনো ঠিক হয়নি। আজ আহমেদাবাদে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে জেতা দল ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে চেন্নাইয়ে। সে ম্যাচে জয়ী দল যাবে ফাইনালে।