মাহিদুলের সেঞ্চুরিতে আড়াল সাকিব–মাহমুদউল্লাহ–মিরাজ

সাকিব–মাহমুদউল্লাহ আজ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেনফাইল ছবি

আগের ম্যাচের মতোই আজ শাইনপুকুরের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন। তবে আজকের ইনিংসের পরিণতিও হয়েছে সেই ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের মতোই। ক্রিজে সেট হয়ে ৩০ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। এর আগের রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নে বিপক্ষে করেছিলেন ৩৭ রান

ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন মেহেদি মিরাজ। আগের ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ আজ আউট হয়েছেন শূন্য রানে। জাতীয় দলের এই তারকাদের ব্যাটিং ব্যর্থতার দিনে জ্বলে উঠেছেন মাহিদুল ইসলাম। এই উইকেটকিপার ব্যাটসম্যানের অপরাজিত সেঞ্চুরিতে ২৭৬ রানের সংগ্রহ তুলেছে মোহামেডান।

আরও পড়ুন

বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই আবদুল মজিদের উইকেট হারায় মোহামেডান। তবে এরপর ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম ৯৭ রানের জুটি গড়েন। ৬৯ রান করে ইমরুল আউট হলে ক্রিজে আসেন সাকিব। ১ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩০ রান করে মাসুম খানের বলে এলবিডব্লুর শিকার হন এই অলরাউন্ডার।

বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছেন মাহিদুল
ছবি: সংগৃহীত

এরপর মাহমুদউল্লাহও ফিরেছেন খালি হাতে। আগের দুই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিং করা মিরাজ এদিন উইকেটে আসেন ৬ নম্বরে। ব্যাটিং পজিশন পরিবর্তন করেও রান পাননি তিনি। আউট হয়েছেন মাত্র ২ রান করে। তবে অন্যপ্রান্তে লড়ে গেছেন মাহিদুল। মিরাজ, মাহমুদউল্লাহ দ্রুত ফেরার পর আরিফুল ইসলামের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। ৭ ছক্কা ও ৬ চারে ১২৫ বলে ১২৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।

শাইনপুকুরের মাসুম খান ও মেহেদি হাসান রানা ২টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন