সিলেটে আসছেন জয়াসুরিয়া

লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া বর্তমানে দলটির পরামর্শকের দায়িত্ব পালন করছেনইনস্টাগ্রাম

আগামীকাল বাংলাদেশ–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সিলেটে আসছেন শ্রীলঙ্কার ক্রিকেট পরামর্শক সনাৎ জয়াসুরিয়া। আজ বিকেলে সিলেট এসে পৌঁছানোর কথা তাঁর।

গত ডিসেম্বর থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। এর আগে একাধিকবার শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে প্রথমবার পেয়েছিলেন, ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে আবার সে পদে ফিরেছিলেন, ছিলেন ২০১৭ সাল পর্যন্ত।

গত ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে না পারা শ্রীলঙ্কা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বদ্ধপরিকর। ওয়ানডে বিশ্বকাপের পর নির্বাচক প্যানেলসহ শ্রীলঙ্কা ক্রিকেটে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। জয়াসুরিয়াও এই পরিবর্তনের মধ্যে দিয়েই এসেছেন।

গত ডিসেম্বর থেকে পরামর্শক হিসেবে কাজ করছেন জয়াসুরিয়া
এএফপি

আগামী জুনে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চলমান বাংলাদেশ সিরিজই তাদের শেষ টি–টোয়েন্টি সিরিজ। তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা।

বিশ্বকাপ প্রস্তুতির এই সিরিজ লঙ্কানরা ভালোভাবেই শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৩ রানে। সেটাও দলের প্রধানতম ক্রিকেটার ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই। আম্পায়ারের প্রতি বাজে মন্তব্য করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। তিনি ফিরবেন সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি দিয়ে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন চারিত আসালাঙ্কা।

আরও পড়ুন

গতকাল প্রথম ম্যাচে সিলেটের উইকেটে রান উঠেছে অনেক। দুই দল মিলে করেছে ৪০৯ রান, যা বাংলাদেশে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। শ্রীলঙ্কা তাদের ইনিংসে ছক্কা মেরেছে ১২টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা এক ম্যাচে লঙ্কানদের সর্বোচ্চ।

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজই এই সংস্করণে শ্রীলঙ্কার শেষ সিরিজ
এএফপি

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হয়তো এমন উইকেটরই প্রত্যাশা করছে লঙ্কানরা। উইকেট কেমন হতে পারে, তা দেখতে তাদের তিন সদস্যের প্রতিনিধিদল আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন।