বিসিবির হাতে বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন

বিপিএলে স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিসিবি

গত আগস্টে বিসিবির কাছে বিপিএলের ফিক্সিংয়ের অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। সেই কমিটি আজ বিসিবিকে দিয়েছে চূড়ান্ত প্রতিবেদনও। প্রায় ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটিগুলো তুলে ধরা হয়েছে। বিসিবি জানিয়েছে, তারা প্রতিবেদনের সুপারিশগুলো বিবেচনা করবে এবং প্রয়োজনে আইসিসির সাহায্য নিয়ে আরও তদন্ত করবে।