৫ রানে নেই ৭ উইকেট, তবু রেকর্ডটা বাংলাদেশের নয়
কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ১০০ রান উঠেছিল মাত্র ১৬.২ ওভারে, উইকেট পড়েছিল মাত্র ১টি। তানজিদ হাসান খেলছিলেন দারুণ। নাজমুল হোসেন রানআউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল। তারপর যেন সব উল্টে গেল।
২৭ বলের মধ্যে ৫ রানে নেই বাংলাদেশের ৭ উইকেট! ১০০/১ থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ ১০৫/৮। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটিই। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড এটি নয়।
ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে ৭ উইকেটের ধস আছে মাত্র একটি। ২০০৮ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১২৪/৩ থেকে অলআউট হয়েছিল ১২৭ রানে—শেষ ৭ উইকেট হারিয়েছিল ৩ রানে।
বাংলাদেশের ইনিংসে এমন ভয়াবহ ব্যাটিং ধস এবারই প্রথম হলো না। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানেই শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ৫০ থেকে ৫৮ রান অলআউট হয়ে ডিএল নিয়মে ৪৭ রানে হারে বাংলাদেশ।
গত বছর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানে হারে বাংলাদেশ।