ইনিংস হারে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল

ম্যাচশেষে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনপ্রথম আলো

আগের টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর দল প্রথম ইনিংসে ৪৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত ড্র হলেও একটা সময় পর্যন্ত জয়ের সম্ভাবনাও ছিল বাংলাদেশের সামনে। এই ম্যাচের পারফরম্যান্সের পর কলম্বোয় দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছিলেন নাজমুল।

অথচ কলম্বোতে পরের টেস্টে বাংলাদেশ দাঁড়াতেই পারল না। নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৫৮ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন

এমন ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছেন, ‘খুবই হতাশাজনক। আমরা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছি, এরপর এমন খেলাটা হতাশাজনক। আমরা ভালো খেলিনি।’

যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।
কলম্বো টেস্টে হারের পর নাজমুল হোসেন

প্রথম ম্যাচ ড্র হলেও বাংলাদেশের একটা দাপট ছিল। কিন্তু কলম্বোতে কেন এমন বাজে হার? সংবাদ সম্মেলনে গিয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়া নাজমুল তার আগে বলছেন, প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণেই তাঁদের এমন অবস্থা। যেখানে বেশির ভাগ ব্যাটসম্যানই উইকেট ছুড়ে এসেছেন।

নাজমুলের ব্যাখ্যা, ‘আমাদের এই (ম্যাচেও) সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’

নাজমুল দায় দিয়েছেন প্রথম ইনিংসের ব্যাটিংকে
এএফপি

বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি, সেখানে শ্রীলঙ্কা তুলেছে চার শর বেশি রান। দ্বিতীয় দিনে দলটির ব্যাটসম্যানদের খুব একটা বিপদেও ফেলতে পারেননি তাঁরা। তৃতীয় দিনে যদিও ৮ উইকেট তুলে নিয়ে তাঁদের অলআউট করে বাংলাদেশ।

এ জন্য বোলারদের প্রশংসা করলেও ব্যাটসম্যানদের আউটের ধরন যে ভালো ছিল না, তা স্বীকার করেছেন নাজমুল, ‘আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

আরও পড়ুন