বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি এখন ম্যাক্সওয়েলের, ওয়ানডেতে খরুচে বোলিং ডি লিডির

রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েলরয়টার্স
দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এবার ঝড় তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি পেয়েছিলেন, এরপর গ্লেন ম্যাক্সওয়েল ভেঙে দিয়েছেন রেকর্ড।
৪০ বল
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি

গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তবে সে রেকর্ড টিকল না বেশি দিন। মার্করামের সেদিন সেঞ্চুরি করতে লেগেছিল ৪৯ বল। গ্লেন ম্যাক্সওয়েল আজ ৪০ বলেই পেয়ে গেছেন সেঞ্চুরি।

বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির নিজের রেকর্ডও ভেঙেছেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ১০০ ছুঁয়েছিলেন ম্যাক্সওয়েল, এত দিন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি হয়ে ছিল সেটিই।

২৪০.৯০

৪৪ বলে ১০৬ রানের ইনিংসে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট। বিশ্বকাপে সেঞ্চুরি ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর একজনের—২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬২ রানের অপরাজিত ইনিংসে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল ২৪৫.৪৫।

সেঞ্চুরির পর ম্যাক্সওয়েল
রয়টার্স
১০-০-১১৫-২

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়ে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ে মিক লুইসের রেকর্ড ছুঁয়েছিলেন অ্যাডাম জাম্পা। আজ এ দুজনকে ছাড়িয়ে গেলেন ডাচ পেসার বাস ডি লিডি। ১০ ওভারে ১১৫ রান দিয়েছেন তিনি। প্রথম ৫ ওভারে ৪৪ রান দিয়েছিলেন তিনি, মানে তাঁর পরের ৫ ওভারে এসেছে ৭১ রান।

৩৯৯/৮

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পার্থে ৬ উইকেটে ৪১৭ রান তুলেছিল তারা। সব মিলিয়ে বিশ্বকাপে কোনো দলের এর চেয়ে বেশি রানের স্কোর আছে আর ৫টি।

ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এখন বাস ডি লিডির
এএফপি
১৪.৩৭

প্যাট কামিন্সের সঙ্গে ম্যাক্সওয়েলের সপ্তম উইকেটে ১০৩ রানের জুটিতে রান রেট। ওয়ানডেতে সপ্তম বা এর নিচে কোনো উইকেট কমপক্ষে ১০০ রানের জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৪ সালে মুলতানে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের আবদুল রাজ্জাক ও শহীদ আফ্রিদি সপ্তম উইকেটে ১০৭ রান তুলেছিলেন ১৫.২৮ রান রেটে।