এশিয়া কাপের সূচি: ক্যান্ডিতে খেলার দুই দিন পরেই লাহোরে ম্যাচ বাংলাদেশের

৩১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপশামসুল হক

সূচির অনেকটাই জানা গিয়েছিল আগেই। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ২০২৩ সালের এশিয়া কাপের সূচি।

গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। তবে দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আফগানিস্তানের সঙ্গে লাহোরের ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর।

দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ যেটি হয়েই সুপার ফোরে বাংলাদেশ উঠুক না কেন, তাদের অবস্থান হবে বি২। সে অনুযায়ী সুপার ফোরে উঠলে প্রথম ম্যাচটি হবে লাহোরে, যেখানে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল। পাকিস্তান উঠলে তারাই হবে এ১, ভারত উঠবে এ২ হয়ে। তবে এ দুটি দলের কেউ উঠতে ব্যর্থ হলে তাদের জায়গা নেবে নেপাল।

প্রথম আলো গ্রাফিকস

সুপার ফোরে উঠলেও দুটি ভিন্ন দেশে বাংলাদেশকে খেলতে হবে দুদিনের মধ্যে। ৬ সেপ্টেম্বর লাহোরের পর ৯ সেপ্টেম্বর কলম্বোতে সুপার ফোরের দুটি ম্যাচ।

গ্রুপপর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচটি ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর। সুপার ফোরে দুই দল উঠলে তাদের ম্যাচটি ১০ সেপ্টেম্বর, কলম্বোতে।

এবারের এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়াতেই ‘হাইব্রিড মডেলের’ পথে হাঁটতে হয়েছে পিসিবিকে। বেশ অপেক্ষার পর পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবারের এশিয়া কাপ।

গ্রুপ ‘এ’-তে পাকিস্তান ও ভারতের সঙ্গে আছে প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এশিয়া কাপের সূচি

৩০ আগস্ট, পাকিস্তান-নেপাল, মুলতান

৩১ আগস্ট, বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি

২ সেপ্টেম্বর, পাকিস্তান-ভারত, ক্যান্ডি

৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর

৪ সেপ্টেম্বর, ভারত-নেপাল, ক্যান্ডি

৫ সেপ্টেম্বর, আফগানিস্তান-শ্রীলঙ্কা, লাহোর

সুপার ফোর

৬ সেপ্টেম্বর, এ১-বি২, লাহোর

৯ সেপ্টেম্বর, বি১-বি২, কলম্বো

১০ সেপ্টেম্বর, এ১-এ২, কলম্বো

১২ সেপ্টেম্বর, এ২-বি১, কলম্বো

১৪ সেপ্টেম্বর, এ১-বি১, কলম্বো

১৫ সেপ্টেম্বর, এ২-বি২, কলম্বো

ফাইনাল

১৭ সেপ্টেম্বর, সুপার ফোর১-সুপার ফোর২, কলম্বো