‘ধোনির মতো অধিনায়ক আর আসবে না’

সুনীল গাভাস্কার ও মহেন্দ্র সিং ধোনিছবি: টুইটার

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১২ এপ্রিলের ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির জন্য ছিল বিশেষ। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি ২০০তম ম্যাচে নেতৃত্ব দেন। রাজস্থানের বিপক্ষে ওই ম্যাচ পর্যন্ত চেন্নাই দলে অধিনায়ক হিসেবে ধোনির পরিসংখ্যানটা এ রকম—১২০ জয়, ৭৯ হার, একটি ম্যাচের কোনো ফল হয়নি। সব মিলিয়ে ধোনিকে ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি লিগের এযাবৎকালের সেরা অধিনায়ক বলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

৪১ বছর বয়সী ধোনি আইপিএলে নেতৃত্বের যে মাইলফলক গড়েছেন, তা আর কেউ পারেননি। বিষয়টি নিয়ে গাভাস্কার বলেছেন, ‘তার মতো অধিনায়ক আর আসেনি এবং ভবিষ্যতে আসবেও না।’

চেন্নাইয়ের সঙ্গে ধোনির বন্ধন আইপিএলের প্রথম আসর থেকে। শুধু ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় তিনি খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। চেন্নাইকে চারবার আইপিএলের শিরোপা জেতানো ধোনির অধিনায়কত্বের ধরন নিয়েও উচ্ছ্বসিত গাভাস্কার।

আইপিএলের সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে গাভাস্কার বলেছেন, ‘চেন্নাই জানে, কীভাবে কঠিন পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে হয়। এটা শুধু ধোনির অধিনায়কত্বেই সম্ভব হচ্ছে। ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়া খুব কঠিন। এত বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া একটা বোঝা। এটা তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।’

ধোনির পারফরম্যান্সে তা কেন হয়নি, সে বিষয়ে গাভাস্কার বলেন, ‘মাহি আলাদা। সে আলাদা ধরনের অধিনায়ক।’