রোহিতকে ‘নতুন করে’ শুরু করতে বললেন গ্রায়েম স্মিথ

ভারত অধিনায়ক রোহিত শর্মারয়টার্স

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে সমালোচনা হচ্ছে ভারত ক্রিকেট দলের। ওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবেই হেরেছে ভারত। ২০৯ রানের ব্যবধান সেটিরই গাণিতিক প্রমাণ। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে কোহলি আর অজিঙ্কা রাহানে কিছুটা লড়াই করলেও রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারা পুরোপুরি ব্যর্থ।

ভারতের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন দলকে। বিদেশিরাও সমালোচনায় মেতেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস মনে করেন, ভারতীয় ক্রিকেটে ঔদ্ধত্য বাসা বেঁধেছে। ভারতীয় দল প্রতিপক্ষকে যথাযোগ্য সম্মান দেয় না বলেই তাদের এই অবস্থা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, সময় এসেছে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের মধ্যে দু-একজনের ‘নতুন করে শুরু করার’।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ নির্দিষ্ট করে না বললেও রোহিত শর্মাকে প্রকারান্তরে বিশ্রামেই যেতে বলছেন। সেটি যে ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার আরও লম্বা করার স্বার্থে, সেটি বলতে ভোলেননি তিনি, ‘একজন অধিনায়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ব্যক্তিগত পারফরম্যান্স। একজন অধিনায়কের ওপরে সব সময় চাপ রয়ে যায়। এটা কখনোই কমে না। রোহিতের এখন সবকিছু নতুন করে শুরু করার সময় এসেছে। এটা তাঁর ক্যারিয়ারের জন্যই দরকার। তাঁর নিজের ফর্ম ধারাবাহিক নয়। এবারের আইপিএল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে তাকালে বোঝা যায়, রোহিতের ফর্মটা এ মুহূর্তে ভালো নয়।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৫ ও ৪৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা
রয়টার্স

এবারের আইপিএলেও রোহিত শর্মা বাজে ফর্মের মধ্য দিয়ে গেছেন। ১৬ ম্যাচ খেলে তিনি ৩৩২ রান করেছেন ২০.৭৫ গড়ে। মাত্র দুটি হাফ সেঞ্চুরি তাঁর এবারের আইপিএলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ১৫ করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৩।

স্মিথ অবশ্য রোহিত শর্মার অধিনায়কত্বের সমালোচনা করছেন না। তিনি চিন্তিত রোহিতের ব্যক্তিগত ফর্ম নিয়েই, ‘কেউই রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করছে না। শুধু তার ব্যক্তিগত ফর্মই চিন্তার কারণ হয়েছে। সে যদি কয়েকটা ভালো ইনিংস খেলতে পারে, তাহলে সেটি তার ওপর থেকে চাপ সরিয়ে দিতে পারে।’

আরও পড়ুন

সমালোচনা উঠেছে কোচ রাহুল দ্রাবিড়কে নিয়েও। কেউ কেউ তো এমন সমালোচনাও করেছেন যে রাহুল ভারতের বয়সভিত্তিক কোচ হিসেবে যতটা ভালো, ততটাই বাজে সিনিয়র দলের কোচ হিসেবে। স্মিথ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে আরও সময় দেওয়ার পক্ষপাতী, ‘ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব নিলে প্রত্যাশার মাত্রা অনেকটা বেড়ে যায়, সে কারণেই সমালোচনা মেনে নিতে হবে। তবে রাহুল দ্রাবিড় দারুণ গুণী মানুষ। দুরন্ত পারফরমার। কোচ হিসেবে তিনি নিজেকে প্রমাণও করেছেন। ভারতীয় দল পুনর্গঠনের জন্য তাঁকে সময় দিতেই হবে।’

আরও পড়ুন