মুকিদুল–ঝড়ের পর রাসেল-টর্নেডো

বিপিএলের এই মৌসুমে প্রথম ৫ উইকেট মুকিদুলের। আজ ফরচুন বরিশালের বিপক্ষেছবি: বিসিবি

কাল রাতে ঢাকায় পৌঁছে আজই কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে নেমে পড়লেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। এক ম্যাচের জন্য এসেছিলেন খুশদিল শাহ, ফরচুন বরিশালের ইফতিখার আহমেদও।

চোট কাটিয়ে এ ম্যাচ দিয়ে দলে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। তবে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে আলোটা কেড়ে নিলেন আরেকবার সুযোগ পাওয়া কুমিল্লা পেসার মুকিদুল ইসলাম। ২৩ রানে নিলেন ৫ উইকেট, যেটি শুধু তাঁর ক্যারিয়ারসেরা বোলিং নয়, এ মৌসুমেও কোনো বোলারেরও সেরা পারফরম্যান্স।

আরও পড়ুন

মুকিদুলের অমন বোলিংয়ে ১৯.১ ওভারে ১২১ রান তুলেই থামে ফরচুন বরিশাল। বরিশাল এরপর অনেকটা সময় লড়াই করেছে, তবে রাসেল-ঝড়ে ম্লান হয়ে গেছে তা। এই ক্যারিবিয়ানের ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা। এ নিয়ে টানা ৮ ম্যাচ জিতল ফ্র্যাঞ্চাইজি দলটি।

বরিশালকে টপকে দুইয়ে উঠে এসেছে ইমরুল কায়েসের দল। ১ ম্যাচ বাকি থাকতে এখন সিলেট স্ট্রাইকার্সের সমান ১৬ পয়েন্ট তাদের, শেষ ম্যাচে প্রতিপক্ষ রংপুর। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা বরিশালের জন্য শীর্ষ দুই নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের বলতে গেলে বিকল্প নেই, যেটিতে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

১২২ রানের লক্ষ্য হলেও কুমিল্লার রান তাড়ায় ১৫তম ওভার পর্যন্ত লড়াইটা ছিল দারুণ রোমাঞ্চকর। দারুণ উজ্জীবিত ছিল বরিশালের বোলিং আক্রমণ। মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ, সাকিব, ইবাদত হোসেনদের তোপে ৭৪ রান তুলতেই ৫ উইকেট হারায় কুমিল্লা। একদিকে টিকে থেকে স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেন লিটন, আউট হন ৩৯ বলে ৩৬ রান করে।

আরও পড়ুন
আরও পড়ুন

তবে রাসেল-নারাইনে আরও লম্বা হয়ে ওঠা কুমিল্লার ব্যাটিং লাইনআপ হাল ছাড়েনি। ১৬ ও ১৭তম ওভারে রাসেল ও খুশদিল তোলেন আরও ২৪ রান, ম্যাচ তাতেই হেলে পড়ে কুমিল্লার দিকে। ১৮তম ওভারে নিজের শেষটি করতে এসেছিলেন সাকিব। সে ওভারের রাসেলের দুই ছক্কা ও খুশদিলের চারে কুমিল্লার জয় হয়ে পড়ে আনুষ্ঠানিকতা। পরের ওভারে ওয়াসিমকে মারা রাসেলের আরেকটি ছক্কায় নিশ্চিত হয় যেটি।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে গল্পটা ছিল মুকিদুলের, যিনি প্রথম বোলিংয়ে আসেন সপ্তম ওভারে। এর আগে পাওয়ারপ্লেতে ৩৪ রান তুলতেই ২ উইকেট হারায় বরিশাল। প্রথম ৬ ওভারে আসে মাত্র তিনটি বাউন্ডারি।

হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন মুকিদুল
ছবি: বিসিবি

নিজের প্রথম ওভারে দারুণ এক স্লোয়ারে সাকিবকে প্রলুব্ধ করেন, বরিশাল অধিনায়ক অফ স্টাম্পের বেশ বাইরের বল ডেকে আনেন স্টাম্পে। মুকিদুলের পরের ওভারে মাহমুদউল্লাহও ইনসাইড এজে বোল্ড, এর আগে রাসেলের বলে এলবিডব্লু হয়ে ফেরেন বিপিএলে এ ম্যাচের জন্যই ফেরা ইফতিখার আহমেদও।

এ ম্যাচ দিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজ ও করিম জানাত ছিলেন বরিশালের শেষ স্বীকৃত জুটি, দুজন ৩৭ বলে যোগ করেন ৪৭ রান। মিরাজকে ফিরিয়ে সে জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান, এরপর মুকিদুল এসে শেষ করেন বরিশালের ইনিংস।

নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে করিম ও ওয়াসিমকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন। শেষ পর্যন্ত সেটি না হলেও ইনিংসের শেষ ওভারে চতুরঙ্গ ডি সিলভাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পান এ পেসার। বিপিএলের এ মৌসুমে কোনো বোলারের ইনিংসে ৫ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি, সব মিলিয়ে ১৭তম।