সাকিবকে নিয়ে যে ফেসবুক পোস্ট মুছে দিল বরিশাল

রংপুরের বিপক্ষে এলিমিনেটরের মতো বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়েই নামেননি সাকিবশামসুল হক

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচ শেষে বরিশালের ফেসবুক পেজে দলের অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা করে একটি পোস্ট দেওয়া হয়। কিছু সময় পর সেটি মুছেও ফেলা হয়। পোস্টটি ছিল রংপুরের বিপক্ষে সাকিবের ব্যাটিংয়ে না নামা নিয়ে।

পোস্টে লেখা ছিল, ‘সাকিব আল হাসানকে একটি প্রশ্ন। ১৫.১ ওভার, বরিশালের রান ৩/১২৬। নাজমূল আবেদীন যা বলেছেন, আপনি বিপিএলে দারুণ ফর্মে থাকার পরও ব্যাটিংয়ে নামেননি। কিন্তু নতুন দলে যোগ দেওয়া রাজাপক্ষকে ক্রিজে পাঠিয়েছেন। যার এর আগে বিপিএল খেলার অভিজ্ঞতা নেই। আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি, যিনি আগের ম্যাচে একাই ব্যাট হাতে ত্রাণকর্তার ভূমিকায় ছিলেন। আপনার বোলাররা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু হারের কারণ হচ্ছে আপনার অকার্যকর ব্যাটিং রোটেশন সিস্টেম। সাকিবকে প্রশ্ন, আপনি কি এই হারে আপনার দায় এড়াতে পারবেন?’

ফরচুন বরিশালের সেই ফেসবুক পোস্ট


পরে পোস্টটি মুছে দিয়ে দলের মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে বলেন, ‘ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিশিয়াল পেজে চলে গিয়েছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে অ্যাডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন


সাকিবের ব্যাটিংয়ে না নামা নিয়ে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের প্রশ্ন থাকুক আর না থাকুক, ম্যাচ শেষে দলের কোচ নাজমূল আবেদীন সরাসরিই বলেছেন, ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্তটি সাকিবের নিজেরই ছিল এবং সে সিদ্ধান্ত ছিল ভুল।

আরও পড়ুন