বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আইরিশ রেকর্ড টেক্টরের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪০ রান করার পর আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরক্রিকেট আয়ারল্যান্ড

চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। আইরিশ ব্যাটসম্যানের সেই সেঞ্চুরি অবশ্য ম্লান হয়ে যায় বাংলাদেশের নাজমুল হোসেনের ম্যাচজয়ী ১১৭ রানের ইনিংসে

তবে আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় পুরস্কারই পেয়েছেন টেক্টর। সিরিজের শেষ দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে রেকর্ডই গড়ে ফেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। শেষ দুই ম্যাচের ১৮৫ রান করে সাত ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন টেক্টর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় আইরিশদের এটাই সেরা অবস্থান। আগের আইরিশ রেকর্ডের মালিক ছিলেন পল স্টার্লিং। ২০১৩ সালে মে মাসে নবম স্থানে উঠেছিলেন আইরিশ ওপেনার।

রেটিং পয়েন্টেও রেকর্ড গড়েছেন টেক্টর। ৭২২ রেটিং পয়েন্ট তাঁর। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল স্টার্লিংয়ের। ২০২১ সালের জুনে ৬৯৭ ছিল স্টার্লিংয়ের পয়েন্ট।

চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী ইনিংস সেঞ্চুরি করেছেন বাংলাদেশের নাজমুল হোসেন
ক্রিকেট আয়ারল্যান্ড

এগিয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেনও। ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এলেও এখনো শীর্ষ ১০০-তে ঢুকতে পারেননি বাংলাদেশ ব্যাটসম্যান। ১৫৬ নম্বরে থেকে সিরিজ শুরু করা নাজমুল এখন ৪১০ পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন।

আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। এক ধাপ এগিয়ে মুশফিক উঠেছেন ১৬ নম্বরে। তামিম, সাকিব ও লিটনরা অবশ্য পিছিয়েছেন। তামিম এক ধাপ পিছিয়ে ২৫ নম্বরে, তিন ধাপ পিছিয়ে সাকিব ৩২ নম্বরে ও লিটন দুই ধাপ পিছিয়ে ৩৭-এ নেমেছেন।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবই এক নম্বর
ক্রিকেট আয়ারল্যান্ড

বোলিংয়েও পিছিয়েছেন সাকিব। দুই ধাপ পেছালেও ১৪ নম্বরে থেকে বাংলাদেশের সেরা বোলার তিনিই। ২১ নম্বরে থেকে বাংলাদেশের দ্বিতীয় সেরা মোস্তাফিজ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই শীর্ষ স্থানে কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও বাংলাদেশের সাকিব আল হাসান ধরে রেখেছেন ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান।

আরও পড়ুন