প্রথম ম্যাচে হারার পর সেই ‘গল্প’টা কি ফেরাতে পারবে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সামনে আজ সিরিজ বাঁচানোর লড়াইপ্রথম আলো

এবার কি সেই ‘গল্প’টা ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ?

প্রথম ম্যাচে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার ঘটনা বিরল না। এরপরও প্রশ্নটি করতে হচ্ছে, কারণ দলটির নাম বাংলাদেশ এবং সিরিজটি টি-টোয়েন্টি বলে। এই সংস্করণে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের সিরিজ জিতেছে মাত্র একবারই—২০১৮ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর প্রশ্নটি ওঠাই স্বাভাবিক।

আরও পড়ুন

বাংলাদেশ এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ১৫টি, যেখানে বাংলাদেশ সিরিজ জিতেছে ৫ বার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে সেই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১২ রানে জেতার পর পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচও জেতে ১৯ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এবারই প্রথম ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এর আগে দুই দল টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ৪টি। যেখানে একটি ছিল এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, বাকি তিনটি দুই ম্যাচের।

সিরিজে প্রথম ম্যাচে জাকের ও মাহমুদউল্লাহর ব্যাটে লড়াই করেছিল বাংলাদেশ
প্রথম আলো

দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথমবার মুখোমুখি হয় ২০১৩ সালে। এক ম্যাচের সেই সিরিজে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারে ১৭ রানে। এরপর ২০১৪ সালে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হয় দুই দল। দুটি ম্যাচেই ইনিংসের শেষ বলে জয় পায় শ্রীলঙ্কা।

২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। সিরিজ জিততে না পারলেও প্রথম ম্যাচে হারের পর সিরিজ ড্র করে বাংলাদেশ। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় ওই একটিতেই। ২০১৮ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।

আরও পড়ুন

তবে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আরও তিনটি ম্যাচে জয় আছে বাংলাদেশের। যার একটি ২০১৬ এশিয়া কাপে, সেবার এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। বাকি দুটি জয় ২০১৮ সালের নিদহাস ট্রফিতে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে দুবারের দেখায় দুবারই বাংলাদেশের কাছে হারে শ্রীলঙ্কা।

সিলেটে আজ বাংলাদেশ দলকে এমন উদ্‌যাপনের মেজাজেই দেখতে চান সমর্থকেরা
প্রথম আলো

প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখতে হলে আজ জেতার বিকল্প নেই বাংলাদেশের জন্য। পাঁচ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার।

শ্রীলঙ্কার বিপক্ষে এবারের সিরিজে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস। আজ কী হবে, তা সময়ই বলে দেবে। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

আরও পড়ুন