আইসিসি বর্ষসেরা টেস্ট দল: অস্ট্রেলিয়ার পাঁচজন, আছেন অবসরে যাওয়া ব্রডও

স্টুয়ার্ট ব্রডরয়টার্স

গত বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দলের অধিনায়ককেই বেছে নেওয়া হয়েছে আইসিসির ২০২৩ বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে। ঠিকই ধরেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে অধিনায়ক বানিয়ে আজ বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।

বর্ষসেরার এই দলে আইসিসি ২০২৩ সালের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকার চারজনের থাকা প্রত্যাশিতই ছিল। গত জানুয়ারিতে প্রকাশিত সেই সংক্ষিপ্ত তালিকার চার ক্রিকেটার—রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, উসমান খাজা ও ট্রাভিস হেড। বর্ষসেরা এই দলে জায়গা হয়নি ভারতের তারকা বিরাট কোহলির। তবে গত জুলাইয়ে টেস্ট দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে রাখা হয়েছে দলে।

বর্ষসেরা দলে অস্ট্রেলিয়া থেকেই আছেন পাঁচজন। খাজা ২০২৩ সালে টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজারের বেশি রান করেছেন, আছে ৬টি করে শতক ও অর্ধশতক। একই বছর ১২ ম্যাচে ৯১৯ রান করেছেন তাঁর স্বদেশি ট্রাভিস হেড।

অন্যদিকে ২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসাল (১২ ম্যাচে ৫৪) অস্ট্রেলিয়ান উইকেটকিপার ক্যারির, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দুই ইনিংসেই দারুণ ব্যাট (৪৪ ও ৬৬*) করেছিলেন। আর অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স ২০২৩ সালে যা কিছু ছুঁয়েছেন যেন সোনা ফলেছে! টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, অ্যাশেজ ধরে রেখেছেন, ১১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। সামনে থেকে নেতৃত্ব দেওয়া কামিন্সই তাই বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক। গত বছর ৯ ম্যাচে ২৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কও জায়গা পেয়েছেন দলে।

আরও পড়ুন

গত বছর ৮ টেস্টে ৩৮ উইকেট নেওয়া (চতুর্থ সর্বোচ্চ) ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ওভালে অ্যাশেজের শেষ টেস্টের শেষ দিনে ব্রড নিজের মুখোমুখি হওয়া শেষ বলে ছক্কা মেরেছিলেন। পাশাপাশি ক্যারিয়ারের শেষ বলেও উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়ে অবসর নেন।

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছরের মার্চে শেষ হওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেট (৪ ম্যাচে ২৫) নেন। গত বছর ৬ টেস্ট খেলা শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ৬০৮ রান করেন ৬০.৮ গড়ে। নিউজিল্যান্ড তারকা কেইন উইলিয়ামসন চার শতকসহ ৬৯৫ রানে বছর শেষ করেন। ক্যারিয়ারে চতুর্থবারের মতো বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাওয়া রুট গত বছর ৮ টেস্টে করেন ৭৮৭ রান।

আরও পড়ুন