সাকিব-মিরাজের ভালো করাটা বাংলাদেশের জন্য বিপদের ইঙ্গিত-মনে করছেন জহির

সাকিব–মিরাজ দুজনে মিলে ৮ উইকেট নিয়েছেনওয়ালটন

টেস্ট ক্রিকেটে এমন দিন বোধ হয় খুব কমই এসেছে! দিন শেষে স্কোরকার্ড দেখলে বোঝাই কঠিন যে টি-টোয়েন্টি হলো, নাকি টেস্ট। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৪.৪ ওভার ব্যাটিং করে ভারত রান তুলেছে ২৮৫, ওভারপ্রতি ৮.২২ করে।

এর মধ্যেও বাংলাদেশের ইতিবাচক দিক ছিল দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসানের দারুণ বোলিং।

দুজনেই নিয়েছেন ৪ উইকেট করে। তাদের কল্যাণেই ভারতের প্রথম ইনিংসের লিড মাত্র ৫২ রানের। তবে ভারতের সাবেক পেসার জহির খান যা বলেছেন তার অর্থ দাঁড়ায় এ রকম-সাকিব-মিরাজের ভালো বোলিং বাংলাদেশের জন্য বিপদের ইঙ্গিত।

আরও পড়ুন

বাংলাদেশের বিপদের কারণ হতে পারেন মূলত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। স্বাভাবিক টেস্টের পঞ্চম দিনে সুবিধা পাবেন এই দুই স্পিনার। আর সঙ্গে সাকিব-মিরাজের ভালো করার উদাহরণ তো তাঁদের সামনেই আছে। যদিও সাকিব-মিরাজের ৮ উইকেট পাওয়ার পেছনে ভারতের আক্রমণাত্মক কৌশলের একটা ভূমিকা আছে।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে কাল ২টি উইকেট নেন অশ্বিন
এএফপি

ক্রিকবাজকে জহির খান এ নিয়ে বলেছেন, ‘প্রতিপক্ষ (ভারতের) দলের ব্যাটসম্যানরা যদি এত আক্রমণাত্মক হতে প্রস্তুত থাকে, তাহলে উইকেটও যাবে। এটাই হয়েছে। দুই স্পিনারেরও (সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ) প্রশংসা করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে, আগামীকাল (আজ) স্পিনের প্রভাব অনেক থাকবে। এমনটা হলে অশ্বিন ও জাদেজার জন্য ভালো হবে। কারণ, পিচ থেকে যথেষ্ট সুবিধা পাওয়া যাচ্ছে।’

নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ২৬ রান তুলতে হারিয়েছে ওপেনার জাকির হাসান ও নাইটওয়াচম্যান হাসান মাহমুদকে। দুটি উইকেটই নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন