সাকিব-লিটন-মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা ও দিল্লি

সাকিব ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা; মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লিপ্রথম আলো

সাকিব আল হাসান ও লিটন দাস—দুই বাংলাদেশি ক্রিকেটারকেই আইপিএলের পরের মৌসুমের আগে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে পরের মৌসুমে আইপিএলে খেলতে চাইলে বাংলাদেশের তিন ক্রিকেটারকেই আবার নিলামে নাম তুলতে হবে।

আইপিএলের পরের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে দুবাইয়ে। তবে তার আগে আজ ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। গত কয়েক দিনে বেশ কয়েকজন খেলোয়াড় কেনাবেচা হয়েছে, কয়েকজন পরের মৌসুমে না খেলার ঘোষণাও দিয়েছেন।

সর্বশেষ মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। যদিও শেষ পর্যন্ত গতবারের আইপিএলে খেলেননি তিনি। জাতীয় দলের একাধিক সিরিজের সঙ্গে সাংঘর্ষিক ছিল আইপিএলের সূচি। কলকাতার অনুরোধের ভিত্তিতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

কলকাতার হয়ে আইপিএলে গত আসরে একটি ম্যাচই খেলেছিলেন লিটন দাস
আইপিএল

অন্যদিকে কয়েকটি ম্যাচের জন্য লিটনকে পেয়েছিল কলকাতা। তবে একটি ম্যাচ খেলেই ‘জরুরি পারিবারিক কারণে’ ফিরে আসেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। মোস্তাফিজ দিল্লির হয়ে খেলেছিলেন ২টি ম্যাচ। ২ ম্যাচ মিলিয়ে এ বাঁহাতি পেসার নিয়েছিলেন ১টি উইকেট।

আরও পড়ুন

এবার সাকিব-লিটনসহ ১২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা। তাঁদের মধ্যে আছেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরও। তবে দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে ধরে রেখেছে তাঁরা। শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কেও রেখে দিয়েছে দলটি। অন্যদিকে দিল্লি মোস্তাফিজুর রহমান ছাড়াও ছেড়ে দিয়েছে রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, রাইলি রুশোকে। তারা ধরে রেখেছে পৃথ্বি শ-কে।

হ্যারি ব্রুককে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ
এএফপি

অন্য দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দিয়েছে জফরা আর্চারকে, সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে হ্যারি ব্রুককে। গতবারই ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ইংলিশ তরুণ ব্যাটসম্যানকে কিনেছিল দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

চেন্নাই সুপার কিংস বেন স্টোকস এবং রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে জো রুটকে। যদিও দুজনই ব্যক্তিগত কারণে নিজেদের সরিয়ে নিয়েছেন। এদিকে আবার নিজের পুরোনো দল মুম্বাইয়ে ইন্ডিয়ানসে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া, গত দুই মৌসুমে যিনি নেতৃত্ব দিয়েছিলেন নতুন দল গুজরাট টাইটানসকে। যদিও আজ পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে রেখেই ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে গুজরাট।

আরও পড়ুন