এক সেঞ্চুরিতে অনেক রেকর্ড কোহলির

দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরি করার পর কোহলির উদযাপনছবি: এএফপি

দিনের হিসাবে ১ হাজার ২০, ইনিংসের হিসাবে ৮৩।

ক্রিকেটের খোঁজখবর যাঁরা রাখেন, এতক্ষণে সবাই জানেন—ওপরের পরিসংখ্যান বিরাট কোহলির দুই সেঞ্চুরির মাঝখানের ব্যবধান।

প্রায় তিন বছর পর পাওয়া কালকের সেঞ্চুরিতে যে কোহলি আরও বেশ কিছু মাইলফলক স্পর্শ করেছেন, সেই খবর জানেন?

এশিয়া কাপে কাল রাতে আফগানিস্তানের বিপক্ষে ৬১ বল খেলেন কোহলি, রান করেন বলের ঠিক দ্বিগুণ—১২২*। এক যুগের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। আর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭১তম সেঞ্চুরি।

এই ৭১তম সেঞ্চুরি দিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এলেন কোহলি। ১০০ সেঞ্চুরি নিয়ে চূড়ায় থাকা শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক শতক এখন কোহলি ও রিকি পন্টিংয়ের (৭১)।
সেঞ্চুরিরসংখ্যায় শচিনকে স্পর্শ করতে এখনো বহু পথ বাকি কোহলির। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তিকে।

৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করতে শচিনের লেগেছিল ৫২৩ ইনিংস, আর ৮৩ ইনিংস বিরতির পর সেঞ্চুরি পাওয়া কোহলির লাগল ৫২২ ইনিংস। শচিনের চেয়ে এক ইনিংস এগিয়ে কোহলি!
৭১তম সেঞ্চুরির বেলায় মাত্র এক ইনিংস এগিয়ে থাকলেও ২৪ হাজার রানের দিক থেকে আবার শচিনের চেয়ে বেশ দ্রুত দৌড়েছেন কোহলি।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি যেখানে ৫২২তম ইনিংসে ২৪ হাজারে পৌঁছেছেন, শচিনের সেখানে লেগেছিল ৫৪৩ ইনিংস। (এ প্রসঙ্গে বলে রাখ যাক, ভারতের ব্যাটসম্যানদের মধ্যে শচিন, কোহলি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রান আছে শুধু রাহুল দ্রাবিড়ের)।

দুবাইয়ে এই এক সেঞ্চুরি কোহলিকে শীর্ষে নিয়ে গেছে আরও দুটি জায়গায়। ১২২ রানের অপরাজিত ইনিংসটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ; পেরিয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ১১৮। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি ম্যাচগুলোর মধ্যেও এটিই সর্বোচ্চ।
এ তো গেল আন্তর্জাতিক ক্রিকেটের কথা। এবার ঘরোয়া মিলিয়ে ক্রিকেট ক্যারিয়ারের দিকে চোখ বুলানো যাক।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম হলেও আইপিএলসহ তাঁর টি–টোয়েন্টি সংস্করণে সেঞ্চুরি এখন ছয়টি। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে এটিই যৌথভাবে সর্বোচ্চ। তাঁর আগেই ছয়টি করে সেঞ্চুরি আছে স্বদেশি রোহিত ও রাহুল এবং পাকিস্তানের বাবর আজমের (সব দেশ মিলিয়ে তাঁরা সবাই চতুর্থ, ২২ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ক্রিস গেইল)।

আরও পড়ুন

আবার টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টির তিন সংস্করণেই সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলি হচ্ছেন চতুর্থ ব্যাটসম্যান। আগে থেকে আছে রোহিত, রাহুল ও সুরেশ রায়নারা।