‘এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে’

বিশ্বকাপ দলে যোগ দিতে যাওয়ার আগে এই ছবিটা পোস্ট করেছেন এনামুল হকফেসবুক

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি মাত্র একটি। অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। তাঁর বদলি হিসেবে ভারতে ডেকে পাঠানো হয়েছে এনামুল হককে। এই উইকেটকিপার-ব্যাটসম্যান জাতীয় লিগে ব্যস্ত ছিলেন। খুলনা বিভাগের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুটি অর্ধশতক ও একটি শতক করেছেন তিনি। জাতীয় লিগে পঞ্চম রাউন্ডের খেলা শুরু আগামীকাল।

তার আগেই জরুরি ভিত্তিতে আজ এনামুল ভারতের বিমান ধরেন। যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের হুট করে ডাক পাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আসলে ওপরওয়ালার ইচ্ছা ছিল। এ জন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।’

আরও পড়ুন

হোক না সেটা এক ম্যাচ, এনামুল সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি, এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই।’

চোটে বিশ্বকাপ শেষ সাকিবের
আইসিসি

বিশ্বকাপের আগে সর্বশেষ এশিয়া কাপেও বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন এনামুল। লিটন দাসের অসুস্থতায় জাতীয় দলে ডাক পড়ে তাঁর। ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলে ৪ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন

এবার বিশ্বকাপে এক ম্যাচের জন্য ডাক পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানান এনামুল, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সব সময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি, ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করব সেটা কাজে লাগাতে।’