জিতেই পরের ম্যাচে তাকাচ্ছেন নাজমুল

নেপিয়ারে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশএএফপি

নেপিয়ারে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন সংবাদকর্মীদের বলেছিলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ সিরিজ...আশা করি, টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’ নাজমুলের ভালো খেলতে চাওয়ার মোড়কের ভেতর যে জয়ের ইচ্ছা লুকিয়ে ছিল, সেটা না বললেও চলে। সঙ্গে বলেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়েই আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ দলের। আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই প্রস্তুতি বাংলাদেশ শুরু করল জয় দিয়েই।

আরও পড়ুন

এ মাঠেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এরপর আজ জিতল টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও। ৮ বল হাতে রেখে আসা ৫ উইকেটের জয়ে একটা দুর্নামও ঘুচল বাংলাদেশের। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম জয় এসেছে এবারের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। আর আজ এল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি–টোয়েন্টি জয়, নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দশম ম্যাচে। সাদা বলের ক্রিকেটে প্রথম দুটি জয়ই এল নাজমুল হোসেনের নেতৃত্বে।

বাংলাদেশ জিতলেও ব্যাট হাতে বড় রান পাননি নাজমুল। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁর ব্যাটে তাকিয়ে থাকবে বাংলাদেশ
এএফপি

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় নাজমুলের কণ্ঠে সেই সন্তুষ্টি, ‘আজ আমরা যেভাবে খেলেছি তাতে খুব গর্ব লাগছে। রোমাঞ্চও অনুভব করছি।’ টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ৯ উইকেটে ১৩৪ রানে আটকে রাখেন বাংলাদেশের বোলাররা। ১.৩ ওভারের মধ্যে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেন মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। ১৪.৩ ওভারের মধ্যে ১০০ রান তোলার আগেই ৬ উইকেট (৯১ রানে) হারায় নিউজিল্যান্ড। ২৬ রানে ৩ উইকেট নেন শরীফুল, ১৪ রানে ২ উইকেট মেহেদী হাসান ও ১৫ রানে ২ উইকেট মোস্তাফিজুর রহমানের।

আরও পড়ুন

নেপিয়ারে বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরীফুল, তানজিম ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে।’

নিউজিল্যান্ডের সাদামাটা লক্ষ্য যে বাংলাদেশ খুব সহজে তাড়া করেছে তা নয়। ৮.৪ ওভারের মধ্যে ৬৭ রান তুলতে ৩ উইকেট হারানোর পর ১৪ ও ১৫তম ওভারে দলীয় ৯৬ ও ৯৭ রানে হারাতে হয় আরও ২ উইকেট। ম্যাচ শেষে নাজমুলের কাছে জানতে চাওয়া হয়, ব্যাটিংয়ের সময় চাপ অনুভব করেছেন কি না? নাজমুলের উত্তর, ‘এটা দারুণ উইকেট। এমন দলের বিপক্ষে এই কন্ডিশনে চ্যালেঞ্জিং। তাদের অল্প রানে বেঁধে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা ভালো করেছে।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে মেহেদীর বোলিংয়ের প্রশংসা করেছেন নাজমুল
এএফপি

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ জিতে এখন সে ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’

আরও পড়ুন