আকাশ দীপের ‘নো বল’ নিয়ে ব্যাখ্যা দিল এমসিসি
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভারতের পেসার আকাশ দীপের বলে বোল্ড হন জো রুট। ডেলিভারিটি ‘নো’ ছিল কি না, সেই ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ভারতের পেসার আকাশ দীপের বলে বোল্ড হন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। তখন ধারাভাষ্যকার, বিশ্লেষক থেকে সমর্থকদের কেউ কেউ ভেবেছিলেন, ডেলিভারিটি নো বল। এটা নো বল দেওয়া উচিত এবং রুট আউট হননি বলেও দাবি উঠেছিল। কিন্তু ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, আকাশ দীপের ডেলিভারিটি বৈধ।
ভারতের দেওয়া ৬০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ১৬ বলে ৬ রান করে চতুর্থ দিনের শেষ সেশনের শেষ দিকে আউট হন রুট। অনেকেই মনে করেন, রুট তখন আউট না হলে শেষ দিনে ইংল্যান্ডের ইনিংস আরও বড় হতে পারত। শেষ পর্যন্ত ২৭১ রানে অলআউট হয়ে ৩৩৬ রানে হারে স্বাগতিকেরা।
রুট আউট হওয়ার কিছুক্ষণ পরে ভিডিও রিপ্লেতে দেখা গেছে, আকাশ দীপের পেছনের পায়ের কিছু অংশ ‘রিটার্ন ক্রিজ’–এর দাগের একটু বাইরে চলে গিয়েছিল। কেউ কেউ এটাকে ‘ব্যাক ফুট নো বল’ বলে দাবিও করেন তখন। জিও স্টারের স্টুডিওতে আলোচনায় ভারতীয় পেসারের ওই ডেলিভারিকে ‘নো বল’ হিসেবে দাবি করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট। তবে রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় ডেলিভারিটিকে বৈধই বলেছিলেন।
এমসিসির এক মুখপাত্র এ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্টের চতুর্থ দিনে জো রুটকে আউট করা আকাশ দীপের ডেলিভারিটি নিয়ে প্রশ্ন উঠেছে, যেটাকে কিছু ধারাভাষ্যকার ও সমর্থক নো বল মনে করছেন। (আকাশ) দীপের পা অস্বাভাবিকভাবে ক্রিজের বাইরে পড়েছে। তার পেছনের পায়ের কিছু অংশ রিটার্ন ক্রিজের বাইরের মাটিও ছুঁয়েছে। তৃতীয় আম্পায়ার নো বল ডাকেননি। এমসিসি সন্তুষ্টির সঙ্গে ব্যাখ্যা করছে যে ওটা আইনসিদ্ধ বৈধ ডেলিভারি ছিল।’
এ বিষয়ে এমসিসির সংশ্লিষ্ট আইনের ২১.৫.১ ধারায় বলা হয়েছে, ‘পায়ের ক্ষেত্রে কোনো ডেলিভারি বৈধ হতে ডেলিভারি করার সময় বোলারের পেছনের পা অবশ্যই রিটার্ন ক্রিজের ভেতরে থাকতে হবে।’
এমসিসির পক্ষ থেকে এই আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘এমসিসি সব সময়ই পেছনের পা যখন মাটিতে পড়েছে, সেই মুহূর্তটি গুরুত্বপূর্ণ মনে করে। পা মাটিতে পড়ার ওই সময়কে ব্যাক ফুট নো বলের ক্ষেত্রে বিবেচনা করা হয়। এটা পরিষ্কার যে দীপের পা যখন মাটিতে পড়ে, তখন পেছনের পা ভেতরেই ছিল, রিটার্ন ক্রিজ স্পর্শ করেনি। পরবর্তী সময়ে তাঁর পায়ের কিছু অংশ ক্রিজের বাইরে চলে যায়—যেটা এই আইনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। (মাটিতে) পা নামানোর সময় তিনি ক্রিজের ভেতরেই ছিলেন, আর এ কারণেই এটি বৈধ ডেলিভারি।’
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্টের সিরিজ এখন ১-১–এ সমতায়। লর্ডসে আগামী বৃহস্পতিবার শুরু হবে তৃতীয় টেস্ট।