সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন

লাহোরের অনুশীলনে সাকিবএক্স/লাহোর কালান্দার্স

সাকিব আল হাসান আর সেই সাকিব নেই। ক্যারিয়ারের শেষ পর্যায়ে সামর্থ্যেও পড়েছে টান। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে তাঁর সমস্যা তো অনেক দিনের। সবচেয়ে বড় কথা, সাকিব তো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেন না ছয় মাসের বেশি সময়।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্স এমন এক সাকিবকেই দলে নিয়েছে। তা–ও অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে। পেশোয়ার-লাহোরের এই ম্যাচে যে হারবে, ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবকে কি একাদশে রাখবে লাহোর?

প্রশ্নটি উঠছে সাকিব তাঁর সেরা সময়ের অনেক দূরে বলে। পিএসএলে এর আগে যে দলেই সাকিব খেলেছেন, নিয়মিত ছিলেন। এবার গল্পটা ভিন্ন। সাকিবকে লাহোর কেন স্কোয়াডে নিল, সে প্রশ্নের উত্তর আগে খোঁজা যাক। সাকিবের বর্তমান পরিস্থিতি নিশ্চয় তাদেরও অজানা নয়।

আজ সুযোগ পেলে কেমন করবেন সাকিব?
এক্স/লাহোর কালান্দার্স

সাকিবকে দলে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি কারণ প্রাধান্য পেতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস। চোটের কারণে নেই ড্যারিল মিচেল। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই ম্যাচে পাচ্ছে না দলটি।

আরও পড়ুন

তাঁদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট থাকায় প্লে-অফে উঠলে সিকান্দার রাজাকে পাবে না লাহোর। শাহিন আফ্রিদির দলটি রাজার বিকল্প হিসেবেও সাকিবকে বিবেচনা করতে পারে।

লাহোর দলে নিয়েছে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেকেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার কুশল পেরেরাকেও নিয়েছে দলটি। আবার পিএসএল শুরুর পর অনেকটা নতুন করেই বিদেশি ক্রিকেটারদের নিয়েছে লাহোর।

একাদশ তৈরির ক্ষেত্রে লাহোরের হাতে কী কী বিকল্প আছে? সিকান্দার রাজা খেলছেন, সেটি চোখ বুঝে লিখে দেওয়া যায়। তিনি ছাড়া এই দলে বিদেশি হিসেবে আছেন টম কারেন, রাজাপক্ষে, কুশল পেরেরা ও সাকিব। মানে এই চারজন থেকে খেলবেন বাকি তিনজন। সেই বিবেচনায় সাকিব একাদশেই থাকতেই পারেন। অভিজ্ঞতার বিচারে তিনি বাকি সবার চেয়ে অনেক এগিয়ে।

যদিও সাকিবের মতো বাঁহাতি স্পিনার এই দলে আরও একজন আছেন। ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.৪১। লাহোর কি দুজন বাঁহাতি স্পিনার খেলাবে?

আরও পড়ুন