আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির কাছে যেতে পারে শ্রীলঙ্কা

টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেনি শ্রীলঙ্কাশামসুল হক

প্রশ্নটা অনুমিতই ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকেরাও দেরি করেননি। মানে ‘আইস মেল্টিং সেশন’–এর জন্যও অপেক্ষা করেননি। আর মুখটাও ছিল এ দেশের সাংবাদিকদের পরিচিত। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে লঙ্কানদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ। সংবাদ সম্মেলনে আসতে না আসতেই তাই সাংবাদিকেরা প্রথম প্রশ্নটাই করলেন টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমানের সেই আলোচিত সিদ্ধান্ত নিয়ে। প্রশ্নের উত্তরে নাভিদ জানিয়েছেন, টেলিভিশন আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলবেন তাঁরা।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক নাজমুল হোসেনের অবশ্য এ নিয়ে মাথাব্যথা নেই। টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চান না বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে চোখ রাখলে ঘটনাটি এতক্ষণে আপনার জানার কথা। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্ডোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য সরকার। বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার পরই আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন। সৌম্য এরপর রিভিউ নেন। আলট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন। তবে আলট্রা-এজে স্পাইক থাকার পরও বল ও ব্যাটে ‘ফাঁক’ দেখে সোহেলকে সিদ্ধান্ত বদলে দিতে বলেন মাসুদুর।

আউট হয়েছেন ভেবে উঠে যাচ্ছিলেন সৌম্য
প্রথম আলো

মাঠের আম্পায়ার আউট দিলে সেই সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হয়। নাভিদও মনে করেন, এমন স্পষ্ট কোনো প্রমাণ তৃতীয় আম্পায়ারের কাছে হয়তো ছিল। তবে এ নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলবেন তাঁরা, ‘মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয়।’
তিনি যোগ করেন, ‘এটা স্পষ্ট, একটা স্পাইক ছিল। আমরা বড় পর্দায় তা দেখেছি। সেখানে কী ঘটেছিল তা বোঝার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির পর্যন্ত যেতে হতে পারে। পর্দায় যা দেখা গেছে, মন্তব্য করার জন্য সেটা যথেষ্ট ছিল না। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ থাকবে।’

দাপুটে এক জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। আর ম্যাচ জয়ের অন্যতম নায়ক নাজমুল। অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তিনি এমন বিতর্কের মধ্যে যেতেই চাইলেন না, ‘আমি ওয়ার্মআপ করছিলাম। কথা বলছিলাম, তবে আউটের বিষয়ে কথা বলিনি। স্পষ্টভাবেই ওটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। আমার মনে হয় না যে কোনো মন্তব্য করার প্রয়োজন আছে।’

টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে মাঠেই তীব্র আপত্তি তোলেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা। মাঠে আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরে প্রতিবাদ জানান তাঁরা। কোচ ক্রিস সিলভারউড ঘটনা বুঝতে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছে গিয়েছেন। শ্রীলঙ্কার নিষিদ্ধ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।