আইপিএল প্লে-অফে উঠতে কোন দলকে কী করতে হবে

আইপিএল ট্রফিছবি: বিসিসিআই

আইপিএলের লিগ পর্বে ম্যাচ বাকি মাত্র পাঁচটি, প্রতিটি দলের একটি করে। এর মধ্যে দিল্লি ক্যাপিটালস আর সানরাইজার্স হায়দরাবাদের জন্য শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। আগেভাগে প্লে-অফ নিশ্চিত করে ফেলায় গুজরাট টাইটানস অনেকটাই নির্ভার। কাগজে-কলমে শেষ চারে ওঠার সম্ভাবনা আছে বাকি সাত দলেরই। তবে সুযোগ পাবে তিনটি দল, বাকি চার দলকে এক ম্যাচ খেলে লিগ পর্ব থেকে বিদায় নিতে হবে।

লিগ পর্বের ৬৫ ম্যাচ শেষে, ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ পয়েন্ট করে আছে চেন্নাই ও লক্ষ্ণৌয়ের। যার অর্থ দাঁড়াচ্ছে, গুজরাট যদি লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও যায়, তবু পয়েন্ট তালিকার শীর্ষেই থাকবে। আর প্রথম দুইয়ে থাকার অর্থ প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ। যে ম্যাচে হারলেও ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ পাবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।

এবার দেখে নেওয়া যাক অন্য দলগুলোর কার কেমন সম্ভাবনা।

চেন্নাই সুপার কিংস

পয়েন্ট: ১৫, রানরেট: ০.৩৮১
শেষ ম্যাচের প্রতিপক্ষ: দিল্লি ক্যাপিটালস

পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার আর শীর্ষ চারে থাকতে না পারা—দুটো সম্ভাবনা বা শঙ্কাই আছে চেন্নাই সুপার কিংসের সামনে। দুইয়ে ওঠা সম্ভব শেষ ম্যাচে দিল্লিকে হারালে, পাশাপাশি লক্ষ্ণৌ যদি কলকাতার কাছে হারে বা জিতলেও রানরেটে পেছনে থাকে।

আর মহেন্দ্র সিং ধোনির দলের ছিটকে যাওয়ার শঙ্কা আছে হেরে গেলে। কারণ, চেন্নাইয়ের ১৫ পয়েন্ট টপকে যাওয়ার সুযোগ আছে লক্ষ্ণৌ, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের সামনে। ওই তিন দলই নিজেদের শেষ ম্যাচ জিতলে আর চেন্নাই হেরে গেলে পঞ্চম হয়ে লিগ শেষ করতে হবে ধোনির দলকে।

খুব সম্ভবত ক্যারিয়ারের শেষ আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি
ছবি : বিসিসিআই

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

পয়েন্ট: ১৫, রানরেট: ০.৩০৪
শেষ ম্যাচের প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স

শেষ ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে ওঠার সুযোগ আছে লক্ষ্ণৌয়ের। সেটি দুইভাবে সম্ভব। লক্ষ্ণৌ কলকাতাকে হারালে আর চেন্নাই দিল্লির কাছে হেরে গেলে। তখন ১৭ পয়েন্ট নিয়ে সহজেই দুইয়ে থাকবে লক্ষ্ণৌ।

তবে চেন্নাইও যদি জেতে, তখন দুই দলের পয়েন্ট ১৭ হয়ে যাবে। তখন রানরেট হয়ে উঠবে নির্ধারক। এ জায়গায় কিছুটা পিছিয়ে আছে লক্ষ্ণৌ।

শনিবার লক্ষ্ণৌ যদি কলকাতার কাছে হেরে যায়, আর চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বাই জেতে, তখন ছিটকে যাবে লক্ষ্ণৌ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পয়েন্ট: ১৪, রানরেট: ০.১৮০
শেষ ম্যাচের প্রতিপক্ষ: গুজরাট টাইটানস

সর্বশেষ ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে নেট রানরেটে ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে বিরাট কোহলিদের প্রতিপক্ষ গুজরাট টাইটানস, যারা এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে।

রোববার ঘরের মাঠে গুজরাটকে হারাতে পারলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৬। সমান পয়েন্ট অর্জনের সুযোগ আছে মুম্বাই ইন্ডিয়ানসেরও। তবে রানরেটে এগিয়ে থাকায় শেষ চারের দৌড়ে এগিয়ে আছে বেঙ্গালুরুই। হারলেও সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে মুম্বাইকেও হারতে হবে, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব ও কলকাতা নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকতে হবে।

এবারের আসরে খুব একটা ছন্দে নেই মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা
ছবি: আইপিএল

মুম্বাই ইন্ডিয়ানস

পয়েন্ট: ১৪, রানরেট: -০.১২৮
শেষ ম্যাচের প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ

রোহিত শর্মার দলের শেষ চারে ওঠার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেই। তাই বলে সম্ভাবনা যে ক্ষীণ, তা–ও নয়। মূলত, নেট রানরেটই মুম্বাই ইন্ডিয়ানসকে পিছিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বাই। জিতলে পয়েন্ট হবে ১৬। সমান পয়েন্ট তোলার সুযোগ আছে বেঙ্গালুরুরও, চেন্নাই আর লক্ষ্ণৌর সামনে আছে ১৭ পয়েন্টের সুযোগ।

এই তিনটি দলের একটিকে টপকাতে হলে মুম্বাইকে জিততেই হবে। বেঙ্গালুরু, চেন্নাই আর লক্ষ্ণৌ—তিন দলই যদি নিজেদের শেষ ম্যাচে হারে, মুম্বাই দ্বিতীয় হয়ে প্লে-অফে উঠে যাবে। যে কোনো একটি হারলে আর নিজেরা জিতলেও সেরা চারে থাকবে। আবার ওই তিন দলই যদি জেতে, সে ক্ষেত্রে জয়ের পরও মুম্বাইকে তাকাতে হবে রানরেটের দিকে। যেখানে বেঙ্গালুরুর চেয়ে বেশ পিছিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

রাজস্থান রয়্যালস

পয়েন্ট: ১২, রানরেট: ০.১৪০
শেষ ম্যাচের প্রতিপক্ষ:
পাঞ্জাব কিংস

শেষ ম্যাচ জিতলে রাজস্থানের পয়েন্ট দাঁড়াবে ১৪, যা এখনই আছে পাঁচটি দলের। প্লে-অফের জন্য সেরা চারে ঢুকতে ভাগ্যের সহায়তা লাগবে গতবারের ফাইনালিস্টদের। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে তো হারাতে হবেই, বেঙ্গালুরু ও মুম্বাই দুটি দলেরই শেষ ম্যাচে হার চাইতে হবে। কোহলি বা রোহিতরা শেষ ম্যাচে হেরে গেলে তাদের সমান ১৪ পয়েন্ট হবে রাজস্থানের। তখন চতুর্থ স্থান নির্ধারণ করা হবে রানরেটের ভিত্তিতে।

কলকাতা নাইট রাইডার্সের প্লে–অফ খেলার সম্ভাবনা ক্ষীণ
ছবি: টুইটার

কলকাতা নাইট রাইডার্স

পয়েন্ট: ১২, রানরেট: -০.২৫৬
শেষ ম্যাচের প্রতিপক্ষ:
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

কলকাতার প্লে-অফ সম্ভাবনা অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে। প্রথমত, লক্ষ্ণৌয়ের বিপক্ষে জিততেই হবে। অন্যদিকে, অন্যান্য ম্যাচে রাজস্থান, বেঙ্গালুরু আর মুম্বাইকে হারতে হবে। তখন কলকাতাসহ তিনটি দলের পয়েন্ট হবে ১৪ করে। এরপর আসবে রানরেটের হিসাব।

আরও পড়ুন

পাঞ্জাব কিংস

পয়েন্ট: ১২, রানরেট: -০.৩০৮
শেষ ম্যাচের প্রতিপক্ষ:
রাজস্থান রয়্যালস

শুধু কাগজে-কলমেই টিকে আছে পাঞ্জাব কিংসের প্লে-অফ সম্ভাবনা। শেষ ম্যাচে জিততে তো হবেই, মুম্বাই, বেঙ্গালুরু ও কলকাতার হার কামনা করে তাকাতে হবে রানরেটের দিকে। যদিও শিখর ধাওয়ানদের রানরেট যে অবস্থায়, তাতে জয়টাও দরকার হবে বিশাল ব্যবধানের, রীতিমতো ইতিহাস গড়ে।

আরও পড়ুন